Singer KK Died : নক্ষত্রপতন বলিপাড়ায়! প্রয়াত গায়ক কে কে

বলিপাড়ায় বিরাট নক্ষত্রপতন। প্রয়াত হয়েছেন ভারত বিখ্যাত গায়ক কে কে। এদিন কলকাতায় একটি কলেজে অনুষ্ঠান করতে এসেছিলেন গায়ক। অনুষ্ঠান চলাকালীন হটাৎ অসুস্থ হয়ে পড়েন, তারপরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কলকাতা নজরুল মঞ্চে উল্টোডাঙা গুরুদাস মহাবিদ্যালয়ে কলেজের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সন্ধ্যা থেকেই শরীর খারাপ করছিল বলে জানা গিয়েছে। এদিন, নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষের দিকে শরীর গুরুত্বর খারাপ হয়ে যায়। এরপর অনুষ্ঠান শেষ করে নিজের হোটেলে ফিরে যান। সেখানে গিয়ে শরীর আরও খারাপ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হল না শেষ রক্ষা।
(বিস্তারিত আসছে……)