ঐন্দ্রিলা নয়! লন্ডনের ট্রেনে অন্য কাউকে জড়িয়ে ধরে চুমু খেলেন অঙ্কুশ

রাখী পোদ্দার, কলকাতা : এসব আবার কি? তাহলে কি অভিনেতা অঙ্কুশ আর ওম সাহানি সমকামী! বর্তমানে বহু দিন ধরেই শুটিং সূত্রে লন্ডনে রয়েছেন অঙ্কুশ ( Ankush Hazra)। সঙ্গে রয়েছেন বহু দিনের প্রেমিকা ঐন্দ্রিলা ( Oindrila Sen)। অপরদিকে লন্ডনে রয়েছেন ওম ও তাঁর স্ত্রী মিমি ( Mimi Dutta)। গত বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই জুটি। শোনা যেতে চার জনই নাকি ভালো বন্ধু একে অপরের। কিন্তু সম্প্রতি অঙ্কুশ আর ওম ( Om Sahani) এর কান্ড দেখে হতবাক নেটিজেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন প্রেমিকা থাকা সত্ত্বেও এও আবার হয় নাকি? তাহলে এবার আপনাকে ব্যাপারটা একটু পরিষ্কার করে বোঝাই।
টলিউডের এই প্রেমিক জুটিরা কাজের সূত্রে বর্তমানে রয়েছে লন্ডনে ( London)। আর এই কাজের ফাঁকে লন্ডনের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এই যেমন ধরুন কখনও লন্ডন আইয়ের সামনে দাঁড়িয়েই ছবি তোলা কিংবা কখনও লন্ডনের টিউব রেলে উঠে পড়া। সবকিছুই দারুণ উপভোগ করছেন তাঁরা। লন্ডনের টিউব রেল দেখলেই মনে পরে যায় শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ( Dilwale Dulhania Le Jayenge)এর একটি দৃশ্যের কথা। স্বাভাবিকভাবেই তাঁদেরও মনে পড়ে যায় সেই কথা। আর মনে পরতেই সাথে সাথে শুরু রিল ভিডিও।

অঙ্কুশ ( Ankush Hazra) ও ওমকে সঙ্গে নিয়ে ‘জারা সা ঝুম লু ম্যায়’ ( Zara Sa Jhum Lu Main) গানে রিল ভিডিও বানাতে শুরু করলেন ঐন্দ্রিলা ও মিমি। কিন্তু অবাক কাণ্ড হল এই যে, অঙ্কুশ আর ওম কিছুতেই মিমি ও ঐন্দ্রিলাকে কাছেই ঘেঁষতে দিলেন না। বরং দূর থেকেই বলে উঠলেন নারে বাবা না। অঙ্কুশ ও ওম ( Om Sahani)র থেকে যেই না নজর সরালেন মিমি ও ঐন্দ্রিলা, তখনই সুযোগ পেয়ে ওমের ঠোঁটে ঠোঁট রাখলেন অঙ্কুশ। চোখের সামনে এমন কাণ্ড দেখে এক্কেবারে হতবাক মিমি, ঐন্দ্রিলার সাথে সাথে নেটিজেনরাও।
যদিও বিষয়টা যেমন ভাবে দেখানো হয়েছে আসলে তেমন কিছুই হয়নি তাঁদের মধ্যে। গোটা ভিডিওটাই মজা করে বানিয়েছিলেন এই চারজন। সবসময়ই এরকম মজার ভিডিও বানিয়ে নেটিজেনদের মাতিয়ে রাখেন অঙ্কুশ। এই ভিডিওটিও তেমনই একটি মজার ভিডিও। দুজনের মধ্যে কেউই সমকামী নন। বরং ঐন্দ্রিলার ( Oindrila Sen) প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন অঙ্কুশ ( Ankush Hazra)। অপরদিকে চুটিয়ে ভালবাসায় ভরা সংসার করছেন ওম-মিমি ( Mimi Dutta)। আসুন দেখে নিন সেই মজার ভাইরাল রিল ভিডিও।
View this post on Instagram