রূপঙ্করকে ফের একচোট ধুয়ে দিলেন স্যান্ডি, ‘থুপঙ্কর বাগচি ‘ সম্মোধন করে বানালেন ট্রোলিং ভিডিও

‘কেকে’ কে নিয়ে রূপঙ্করের করা লাইভ নিয়ে গত মঙ্গলবার থেকে বেশ সরগরম নেটপাড়া। গত মঙ্গলবার রাত থেকে ‘কেকে’ উদ্দ্যেশ্য করে একটি লাইভ করেছিলেন রূপঙ্কর বাগচী । সেখানে তিনি কেকের নামে অনেক বদনাম করেছিলেন। যার ফলে গত দু’দিন ধরে তিনি ট্রোলড হচ্ছেন নেটিজেনদের দ্বারা। শুধুমাত্র কেকের ভক্তগণ নয় এমনকি রূপঙ্করকে ট্রোল করছেন ইমনসহ খ্যাতনামা গায়ক-গায়িকারাও। অন্যদিকে স্বস্তিকাও রূপঙ্কর বাগচীর উপর ক্রোধ প্রকাশ করেছেন। ক্রমশ অনেকেই রূপঙ্কর বাগচীর করার লাইভ ভিডিও নিয়ে প্রতিবাদের সুর চড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পিছিয়ে নেই স্যান্ডি সাহাও। বৃহস্পতিবার বিকেলে করা একটি লাইভ ভিডিওতে রুপঙ্করকে পুরো ধুয়ে দিলেন তিনি, এখন ক্রমশ ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় সেই ভিডিও।
বিশেষ ভাবে উল্লেখ্য বৃহস্পতিবারের সেই ভিডিয়োতে স্যান্ডি সাহা প্রথমেই রূপঙ্করের তোলা ‘কে কেকে’ প্রশ্নের জবাব দিয়েছেন । তিনি ভিডিওতে জানালেন, ‘কেকে হচ্ছে আমাদের শৈশব, কেকে হচ্ছে আমাদের প্রথম ভালোবাসা, কেকে হচ্ছে ব্রেকআপের পর হালকা ভালো লাগা। আর কেকে হচ্ছে আমাদের প্লে লিস্টে ১০টা গানর মধ্যেই ৬টাই ওর গান।’ পাশাপাশি তারপরই রূপঙ্করের তোলা আরও একটা প্রশ্নের জবাব দেন স্যান্ডি সাহা। রূপঙ্করের প্রশ্নে ‘কেন আমাদের নিয়ে মাতামাতি হয় না?’ এর উত্তরে স্যান্ডি সাহা বলেন দাদা ফাংশনে মিও আমারের গান গাইলে দর্শক কীভাবে উত্তেজিত হবে! সঙ্গে কেকে মারা যাওয়ার পর রূপঙ্করের নিজের দেওয়া একটি আগের বাইটে বলা কথা , ‘উনি ভালো গায়ক’-এর ভিডিয়ো জুড়ে দিয়ে স্যান্ডি বলেন ভিডিওতে, ‘আপনি তো গিরগিটির মতো রং বদলান মশাই। যে মানুষটাকে খিস্তি করলেন কয়েক ঘণ্টা আগে, তারপর সে মারা যাওয়াতেই নিজের কথা বদলে দিলেন। আসলে আপনি সারা জীবনে যে পাবলিসিটি পেয়েছেন, শেষ কদিনে তার চেয়ে বেশি পাবলিসিটি পেয়ে গিয়েছেন। আর এটাই তো আপনার উদ্দেশ্য ছিল। খবরে আসা।’
‘বাঙালি-কে নিয়ে মাতামাতি হয় না’ এই প্রসঙ্গে স্যান্ডি সাহা টেনে আনেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, কুমার শানুর কথা। অনেকেই সমর্থন করেছেন স্যান্ডি-এর বক্তব্যের সাথে। এছাড়াও স্যান্ডি রূপঙ্করের বলা পুরোনো কিছু কথা, ‘ইউটিউবে সাবস্ক্রাইবার কম, লাইক কম’ টেনে নিয়ে সেই প্রসঙ্গে বলেন, ‘এই কারণেই কেকে-র ‘নিন্দে’ করেছিলেন, যাতে ফেসবুকের ভিউস বাড়ে। সঙ্গে রূপঙ্করের টিভির লাইভ শো-তে এক কলারকে বলা ‘মৃত্যু বরণ করা উচিত’-এর ক্লিপিংসও জুড়ে দেন তিনি সেই ভিডিওতে। আপাতত সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডে স্যান্ডি সাহার সেই পোস্ট।