এই রাশির জাতকদের আজ রাস্তায় বেরোলেই ঘটতে পারে বিপদ! একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : সকাল সকাল কর্মক্ষেত্রে বেরোনোর আগে জানতে চান কেমন কাটবে আপনার সারাদিন। কার হাতে আসতে চলেছে সফলতা আর কার হাতে শুধুই ব্যর্থতা। কার সাংসারিক জীবন হবে সুখ স্বাচ্ছন্দ্যময়। কার কর্মজীবনে আসবে আমূল পরিবর্তন। শিক্ষা ক্ষেত্রে কে সফল আর কে ব্যর্থ। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ শুক্রবার, ৩ রা জুন (১৫ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনার নতুন কাজের প্রতি চেষ্টা বৃদ্ধি পেতে পারে। কোনও অকল্পনীয় ঘটনার জন্য বাড়িতে আনন্দ বাড়তে পারে। পারিবারিক অশান্তি থেকে বিরত থাকুন। ভালো কাজের পরেও বদনাম লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ আপনার ব্যবসায়ে ভালো সুযোগ আসতে পারে। প্রবাসী বন্ধুর কাছ থেকে সুসংবাদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের মধ্যে সৃষ্টি হওয়া বিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুর দরুন মনে ভীতির সঞ্চার ঘটতে পারে। ছোট খাটো বিষয় নিয়ে নিকট বন্ধুর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।
• মিথুন রাশি
আজ কর্মক্ষেত্রে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতার দরুন অর্থ ব্যয় হতে পারে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। প্রেমে সফলতা পেতে পারেন। মনের মত ব্যক্তির সঙ্গে দিন কাটানোর সুযোগ পাবেন। অযথা অর্থ ব্যয় হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ পড়াশোনার প্রতি চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে পরিবারে আলোচনা হতে পারে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ ব্যয়ের দরুন স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। অনেকদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ শিক্ষার্থীদের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অসৎসঙ্গ থেকে দূরত্ব বজায় রাখুন। মাত্রাতিরিক্ত বিলাসিতার দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় হতে পারে। আর্থিক সংকট দেখা দিতে পারে। ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।
• কন্যা রাশি
আজ গান বাজনার সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। প্রেমে আশাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের উন্নতি নিয়ে গুরুজনের সঙ্গে আলোচনা হতে পারে। আয়-ব্যয়ে জটিলতা দেখা দিতে পারে। ভূল কাজের দরুন বাড়িতে অপমানিত হতে পারেন। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ আপনার ব্যবসায়ে শুভ যোগ আসতে চলেছে। বিবাহ সংক্রান্ত আলোচনা হতে পারে। প্রিয়জনের কাছ থেকে সম্মান হানির আশঙ্কা রয়েছে। প্রেমে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আইনি সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হতে পারে। অশান্তি-বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন। উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
• বৃশ্চিক রাশি
আজ পারিবারিক সম্পত্তি নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ের উন্নতির সঙ্গে সঙ্গে আর্থিক সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। অপরের উপকার করে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন লাল প্রবাল।
• ধনু রাশি
আজ আপনার ব্যবসায়ে উন্নতি বজায় থাকবে। চাকরির প্রতি ভালো সুযোগ আসতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ভোগবিলাসের দরুন অর্থ ব্যয় হতে পারে। ছোট খাটো বিষয় নিয়ে পরিবারের গুরুজনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।
• মকর রাশি
আজ আপনার দ্বারা সংগঠিত গঠনমূলক কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর কাছ উপকার পেতে পারেন। ব্যবসায়ে মধ্যমবর্গিয় সফলতা আসতে পারে। অসৎসঙ্গের দরুন বিপদের আশঙ্কা রয়েছে। পড়াশোনার প্রতি চাপ বাড়তে পারে। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
• কুম্ভ রাশি
আজ আপনার প্রেমে জটিলতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে ভালো সুযোগ আসতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। সাহিত্য চর্চা করে মানসিক শান্তি পাবেন। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
• মীন রাশি
আজ সকাল সকাল শুভ কিছু ঘটতে পারে। ব্যবসায়ের উন্নতি নিয়ে বাড়তি অর্থ ব্যয় হতে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কবি সাহিত্যিকদের জন্য ভাল সময় আসতে চলেছে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা হতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।