কার ভাগ্যে শণি বাবার কৃপাদৃষ্টি? কেই বা পড়বে রোষে? জেনে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : শনিবার, অর্থাৎ শনি দেব-এর আশীর্বাদ নিয়ে সকাল সকাল কর্মক্ষেত্রে বেরোনোর আগে জানতে চান কোন কোন সফলতা (Success) অপেক্ষা করছে আপনার জন্য। আর পারিবারিক জীবন হবে সুখ স্বাচ্ছন্দ্যময়। কার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আর কে করবে শিক্ষায় উন্নতি। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ শনিবার (Saturday), ৪ ঠা জুন (১৬ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল (Today’s Horoscope)।

• মেষ রাশি
আজ আপনার ব্যবসায়ে ভীতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবী মানুষদের জন্য ভালো সুযোগ আসতে পারে। সন্তানের কাছ থেকে সুসংবাদ আসতে পারে। হঠাৎ করে বাড়িতে কোনও অতিথির আগমন ঘটতে পারে। সংসারের ছোট খাটো বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ শিক্ষার্থীদের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়র কাছ থেকে ঠকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসতে পারে। অযথা অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। নিজের দেখে কারো কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃদ্ধি বিবেচনা করে কথা বলাই সমীচীন। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

4c12
 
• মিথুন রাশি
আজ আপনার গৃহ নির্মাণ পরিকল্পনার জন্য শুভ সময়। শিক্ষার্থীদের শুভ যোগ আসতে পারে। ভালো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের অসুস্থতা নিয়ে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে উৎসাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিল্প কার্যের সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সময় আসতে চলেছে। অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
 
• সিংহ রাশি
আজ কোনও তৃতীয় ব্যক্তির কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে বিনিয়োগ করে সুফল পাওয়া যেতে পারে। সন্তানের কাজে গর্ববোধ করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

• কন্যা রাশি
আজ আইনি জটিলতার দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অতি সতর্কতার সঙ্গে যানবাহনে চলাফেরা করতে হবে। নিকট বন্ধুর দরুন ক্ষতির আশঙ্কা রয়েছে। পুরোনো পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে মনে চঞ্চলতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

4c13

• তুলা রাশি
আজ আপনার ব্যবসায়ে কোনও এক বিষয় নিয়ে কর্মচারীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। যানবাহনে পরিবহনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক দিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে বিরত রাখুন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সহায়তা পেত পারেন। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ চাকুরি জীবীদের জন্য ভাল সময় আসতে চলেছে। শিক্ষার্থিদের জন্য ভালো সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে বিবাদের সম্ভাবনা রয়েছে। ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন। ছোট খাটো বিষয় নিয়ে হওয়া উদ্বেগ কেটে যেতে পারে। ব্যবসায়ে সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন লাল প্রবাল।

• ধনু রাশি
আজ আপনি নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। সামাজিক কাজের দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ সম্পত্তি ক্রয় বিক্রয় মধ্যে দিয়ে লাভবান হতে পারেন। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। কাজের দিক থেকে ভালো সুযোগ আসতে পারে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে মহাজনের সঙ্গে বিবাদে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সুফল না পাওয়ার সম্ভাবনা বেশি। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনি অসৎ সঙ্গ থেকে দূরত্ব বজায় রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থিদের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। বাড়ির কোনও দামি জিনিসের ক্ষতি হতে পারে। আর্থিক সংকট দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনার প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন ব্যবসায়ে সফলতা আসতে পারে। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সফলতা আসতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button