হিট স্ট্রোকে আক্রান্ত টলি অভিনেত্রী! শ্যুটিং শেষে হাসপাতাল মুখী দোলন রায়

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি কিছু দিন যাবত গোটা বাংলা তথা বাঙালি এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে অতিক্রম করছে। আর তার অন্যতম কারণ হল তীব্র গরম। আরামপ্রিয় বাঙালির কাছে এই তীব্র অস্বস্তিকর তাপপ্রবাহ কার্যত অসহনীয়। কিন্তু তার জেরে রুখে নেই বাঙালির জীবন। অসহনীয় গরমেও কাজের তাগিদে ছুটে চলেছে সকলেই। আর এর জেরে অসম্ভব ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে অনেকেই। এমনকি বাদ যাচ্ছেন না খোদ বিনোদন জগতের তারকারাও।

এই তীব্র তাপপ্রবাহের মধ্যে শ্যুট করতে গিয়ে হিট স্ট্রোক-এ (Heat Stroke) আক্রান্ত টলিউড অভিনেত্রী তথা দীপঙ্কর পত্নী (Dopankar Dey) দোলন রায় (Dolon roy)। জানা গিয়েছে, কাজ চলাকালীনই এই তীব্র তাপপ্রবাহের রোষে পড়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী। সম্প্রতি টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশনের ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’ তে এক বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দোলন রায় (Dolon Roy)। আর এই দিন ছিল এই ধারাবাহিকের আউটডোর শুটিং। শুরুর দিকে সব কিছু ঠিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়তে থাকে অভিনেত্রীর।

4c21

এরপর ধারাবাহিকে টিম এর সহায়তায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। যদিও সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী নিজেই তার এই আকস্মিক অসুস্থতার কথা প্রকাশ করেছেন। দোলন তার একটি পোস্টে লিখেছেন, ‘গতকাল টুম্পা অটোওয়ালির আউটডোর শুটিং করতে গিয়ে এই অসুস্থতার সম্মুখীন হয়েছেন। যদিও এই মুহূর্তে তিনি হাসপাতালে বিশ্রামরত রয়েছেন। তবে খুব শীঘ্রই তিনি আবার কাজের মূল শ্রোতে ফিরবেন।’ তবে শুধুমাত্র একটি লেখা নয়, দোলন হাসপাতালের নীল পোশাক পরে বিছানায় শুয়ে থাকা মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্র তার অনুরাগীদের তরফ থেকে বিভিন্ন রকমের কমেন্ট আসতে থাকে। তবে কটূক্তি নয়, অনুরাগীদের আরোগ্য বার্তায় ভরে গিয়েছে অভিনেত্রী দোলন-এর কমেন্ট বক্স। সম্প্রতি কিছু দিন আগে বলিউড খ্যাত গায়ক কে কে এই তীব্র তাপপ্রবাহের রোষে পড়ে প্রয়াত হন। এইবার টলিউড অভিনেত্রীর দোলন রায় (Dolon Roy)-এর অসুস্থতার খবর পেয়ে রীতিমতো স্তম্ভিত অনুরাগী মহল। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে, কিন্তু কবে এই তীব্র তাপপ্রবাহের হাঁশপাশানি থেকে মুক্তি পাবেন বঙ্গবাসী তা অনেকেই তুলছেন প্রশ্ন।




Leave a Reply

Back to top button