ছবি মুক্তির আগেই টাকা নিয়ে পলাতক যশ, সাংবাদিক বৈঠকে কেঁদে ভাসালেন এনা

প্রত্যুষা সরকার, কলকাতা: বাস্তব জীবন এবং তাঁর কর্ম জীবন নিয়ে প্রায় বিতর্ক জড়িয়ে পরেন টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। তবে সম্প্রতি বেশ কয়েকটি ছবির শুটিং করছিলেন তিনি। তাঁর মধ্যে কয়েক দিন পরেই মুক্তি পেতে চলেছে ‘চিনেবাদাম’ (Cheene badam)। কিন্তু ছবির মুক্তির মাত্র কয়েক দিন আগেই ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এই ঘটনায় বিধ্বস্ত ছবির প্রযোজক তথা নায়িকা এনা সাহা (Ena Saha)।

অভিনেতার ছবি থেকে সরে দাঁড়ানোর কারণ হিসাবে জানা যাচ্ছে পরিচালক, প্রযোজকের সঙ্গে তাঁর মতানৈক‍্য। অভিনেতা নিজেই ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পিছনে এমন দোহাই দিয়েছেন। ৫ জুন সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানান অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এই ঘটনায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেন এনা।

img 20220608 122402

এর আগে একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে কথা বলে এনা জানিয়েছিলেন, যেদিন যশ টুইট করে এই কথা জানান, তার আগের দিনই অভিনেতাকে মেসেজ করেছিলেন এনা। মেসেজে চিনেবাদামের (Cheene badam) টাইটেল ট্র‍্যাকটি নিয়ে কথা হওয়ায়, যশ শুনে বলেছিলেন ‘প‍্যাথেটিক’ হয়েছে। এনা ও তাঁর টিমকে শুভেচ্ছাও জানিয়েছিলেন সেদিন অভিনেতা।

 

তবে এদিন যশের ঘোষণার পর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা এবং চলচ্চিত্র পরিচালক শিলাদিত্য মৌলিক। সংবাদ সম্মেলনের শুরুতেই কেঁদে ফেলেন এনা। নিজেকে সামলে নিয়ে অভিনেত্রী বলেন, হঠাৎ কেন এমন ঘোষণা দিলেন তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, যশের এই ধরনের ব্যবহারে অনেক (Cheenebadam) ক্ষতি হয়েছে। নায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পারেনি। যশের এই হঠাৎ সিদ্ধান্তের কারণ কী? সেটা জানতে নুসরাত জাহানকে ফোনও করেছিলেন এনা। কিন্তু অভিনেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।

img 20220608 122859

এনা আরো জানান, ছবির প্রচারেও তেমন উৎসাহ দেখা যায়নি যশের। এমনকি প্রচারে অংশ নিতে যখন তিনি তাঁকে আর্জি জানাতেন তখন যশ বলতেন, তাঁকে ছেড়ে দিতে। তখন এনা ভেবেছিলেন যে অভিনেতার হয়তো অন্য কোনো সমস‍্যা হচ্ছে। যদিও পরিচালক শিলাদিত‍্যকেও টাইটেল ট্র‍্যাক নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন যশ।

এই ঘটনায় রীতিমতো হতাশ এনা। পর পর যশ তিনটি ছবিতে কাজ করে ফেলেছে তাঁর সংস্থার সঙ্গে। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি! চিনেবাদাম (Cheene badam) ছবির শুটিং একে বারেই শেষ। ১০ জুন মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। আগামী ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির শুটিংও শেষ। সেই ছবির যে শেষমেষ কী হবে তা কেউ নিয়ে জানেন না।

img 20220608 123037

১০ জুন চিনেবাদাম মুক্তির ঠিক পাঁচ দিন আগেই ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষনা করেন খোদ নায়ক। টুইটে তিনি লিখেছেন, ‘প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট, পরিচালক শিলাদিত‍্য মৌলিকের সঙ্গে মতের অমিল হওয়ার কারণে চিনেবাদাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।




Leave a Reply

Back to top button