দেখেছেন কি মিঠুনের কন্যাকে? রূপের ঝলক যেন হার মানাবে ঐশর্য-ক্যাটকেও, রইল ছবি

অহেলিকা দও, কলকাতা : টলিউড হোক কিংবা বলিউড আট থেকে আশি সকলের প্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty )। অসম্ভব অভিনয় দক্ষতা এবং সেইসাথে মনমুগ্ধকর ডায়লগ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বর্তমানে তাঁর বয়স বেড়েছে অনেক। তবে অভিনয় জগত ছাড়তে পারেননি তিনি। কিছুদিন আগে কাশ্মীর ফাইলস সিনেমায় ব্যাপক অভিনয় করে নতুন করে লাইমলাইট এসেছেন তিনি। তাঁর জনপ্রিয়তা একফোঁটাও কমেনি নেটপাড়ায়। বলিউডের ডিস্কো ডান্সার হিসেবে সবার কাছে এখনও খ্যাত মিঠুনদা ( Mithun Chakraborty )।

mithun chakraborty

মিঠুনের ( Mithun Chakraborty ) ছেলে মিমো এবং স্ত্রীর মাদালসা এদের জুটি মাঝে মধ্যেই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। আসলে এই জুটি সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং গ্ল্যামার ওয়ার্ল্ডে কিছু কাজ করার জন্যই চর্চায় উঠে আসে। তবে গ্ল্যামার ওয়ার্ল্ড এবং লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়া থেকে অনেক দূরে থাকেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী ( Mithun Chakraborty )। তাকে হয়তো খুব কম মানুষই চেনেন।

তবে দিশানি অভিনয় জগতে এখনও নিজের ক্যারিয়ার শুরু না করলেও সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ থাকে। মাঝে মাঝে বিভিন্ন ফটোশুটের ছবি পোস্ট করেন তিনি। সেই ছবির নিরিখেই বলা যায় যে সৌন্দর্যের দিক থেকে মিঠুন চক্রবর্তীর ( Mithun Chakraborty ) মেয়ে ক্লিন বোল্ড করে দেবেন বলিউডে বড় বড় অভিনেত্রীদের। দিশানির স্টাইলিশ গ্ল্যামারাস লুক রাতের ঘুম উড়িয়ে দেয় লাখ লাখ ছেলেদের। অনেকে তো সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে দিশানিকে খুব তাড়াতাড়ি অভিনয় জগতে আসার জন্য অনুরোধ জানান।




Leave a Reply

Back to top button