দিন ফুরালো শাহরুখের! তাঁর ‘বলিউড কিং’ পদবি গেল এই অভিনেতার কাছে

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সমগ্র দেশ তথা বিশ্ব জুড়ে একাধিক সিনেমা প্রেমি মানুষেরা এই বলিউড (Bollywood)-কে কেন্দ্র করে আলোচনায় মগ্ন থাকেন। আর সেই আলোচনা হতে পারে কোনও বলিউড সিনেমা অথবা কোনও বলি তারকাকে কেন্দ্র করে। সম্প্রতি এমনি এক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বলি অভিনেতা তথা বলিউডের বাদশাহ শাহরুখ খান (Bollywood Badshah Shahrukh Khan)। বলিউডের এই অভিনেতা তথা ‘কিং খান’ (King Khan) এর জনপ্রিয়তা সম্পর্কে যতটা বলা যায় ততই কম মনে হবে। এতটাই বৃহৎ জনপ্রিয়তা এই অভিনেতার।

এই বলি অভিনেতার সমগ্র দেশ তথা বিশ্ব জুড়ে রয়েছে অসংখ্য অনুরাগী। যাদের মধ্যে অনেকেই এই অভিনেতাকে ভিন্ন ভিন্ন নামে জেনে থাকেন। কেউ কেউ বলেন বলিউডের বাদশাহ (Bollywood Badshah), অনেকে বলে এসআরকে (Srk) আবার অনেকে বলে থাকেন কিং খান (King khan)। বলিউডের এই অভিনেতা দীর্ঘ চার বছর যাবত বড় পর্দা থেকে বিরতি নিয়েছেন। কিন্তু শোনা যাচ্ছে, আগামী বছরেই মুক্তি পেতে চলেছে বলিউড বাদশাহের সিনেমা। যাকে ঘিরে অনুরাগীদের উচ্ছাসের অন্ত নেই। কিন্তু সম্প্রতি বলিউডের বাদশাহ শাহরুখ খানের ‘কিং’ পদবিটা অপর এক বলি তারকার নামের পাশে বসেছে।

8c42

যাকে কেন্দ্র করে রীতিমতো চোখ কপালে উঠেছে শাহরুখের অনুরাগী মহলে। কিন্তু কে সেই বলি অভিনেতা? জানা গিয়েছে, তিনি আর কেউ নন বলিউডের তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik aaryan)। সম্প্রতি এই বলিউড অভিনেতার অভিনিত সিনেমা ‘ভুলভুলাইয়া টু’ (Bhool Bhulaiyaa 2) বড় পর্দায় মুক্তি পেয়েছে। যা ইতিমধ্যেই বক্স অফিসে প্রায় ১৫০ কোটির কাছাকাছি আয় করেছে। যদিও অনেকেই মনে করছেন যে এই সিনেমা পরবর্তী সময়ে ২০০ কোটির ও গন্ডি পার করবে। অভিনেতা কার্তিক-এর সিনেমা দুর্দান্ত ব্যবসার সঙ্গে সঙ্গে জনসমক্ষে বেশ প্রশংসিত হয়েছেন।

8c43

এমনকি তার অনুরাগী মহল শাহরুখ খানের পরবর্তী প্রজন্মের ‘কিং’ হিসেবে সম্বোধন করেছেন। যদিও বলিউডের এই তরুণ অভিনেতা এই পদবি পাওয়ার পর আপ্লুত হলেও, জনসমক্ষে তিনি দাবি করেছেন, ‘অনুরাগীদের তরফে তাকে কিং উপাধি দিলেও তিনি একেবারেই তা মনে করছেন না।’ অভিনেতার মতানুসারে, ‘তিনি কখনোই এই পদবি গ্রহণ করতে সক্ষম হবেন না। কারণ তার আগামী দিনে অনেক পথ চলা বাকী রয়েছে। তবে অনুরাগীরা যদি তাকে প্রিন্স বলে সম্বোধন করেন তবে সে সেটা গ্রহন করতে পারেন।’ বলিউডের এই জনপ্রিয় তরুণ অভিনেতা ‘সোনু কি টিটু কি সুইটি’ থেকে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ভুলভুলাইয়া টু পর্যন্ত এক দীর্ঘ পথে তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে অভিনেতা আসন্ন আগামী সিনেমা গুলিতেও এই একই রকমের সফলতা আসতে পারে বলে মনে করছেন তার অনুরাগী মহল।




Leave a Reply

Back to top button