সত্যিই কি বিয়ে করে বসল অনস্ক্রিন প্রেমিক-প্রেমিকা! রাহুল-রুকমার বিয়ের ছবিতে শোরগোল নেটপাড়ায়

বাংলা ধারাবাহিকের জগতে এমন বহু অনস্ক্রীন জুটি রয়েছে যারা অত্যন্ত জনপ্রিয়। যারা টেলিভিশনের পর্দায় নিজেদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ রসায়ন দেখিয়ে বারংবার দর্শকদের মন জয় করেছেন। বাংলা টেলিভিশনের দুনিয়ায় এমনই একটি জুটি হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunaoday Banerjee) এবং অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Roy) জুটি। জনপ্রিয় এই জুটিকে প্রথম দেখা গিয়েছিল স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটিতে। এই ধারাবাহিকেই অনস্ক্রিনে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি।

সেই থেকেই জনপ্রিয়তা একেবারে শিখরে উঠেছিল রাহুল এবং রুকমার। তারা দর্শকের এতটাই প্রিয় ছিল যে দেশের মাটি ধারাবাহিক শেষ হওয়ার পরও তাদের জনপ্রিয়তা একাংশও কমেনি। আর এই কারনেই এই ধারাবাহিক শেষ হওয়ার পরও তাদের ভক্তরা রাহুল-রুকমা জুটিকে আবারও একসাথে দেখতে চেয়েছিল কোন এক ধারাবাহিকের পর্দায়। আর শেষমেষ তাদের অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটে যখন তারা নতুন এক ধারাবাহিকের হাত ধরে আবারও টিভির পর্দায় ফিরে আসেন। জি বাংলার একটি রহস্য রোমাঞ্চে ভরা ধারাবাহিক ‘লালকুঠি’-তে আবারও দেখা মেলে রাহুল-রুকমার।

img 20220608 164906

ধারাবাহিক চলাকালীন তাদের এই জুটিকে নিয়ে অনেক গুঞ্জনই শোনা গেছে। এমনকি এও শোনা যায় যে ধারাবাহিকের সূত্রেই নাকি বাস্তবেও একে অপরের কাছাকাছি এসেছেন রাহুল এবং রুকমা। ধারাবাহিকের মতোই বাস্তবেও নাকি প্রেম করছেন এই জুটি। আর এই গুজব শুনে তাদের অনুরাগীদের মধ্যেও বেশ উত্তেজনা ছড়িয়েছিল। কিন্তু বারংবার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছিলেন এই জুটি। সাথেই নিজেদের কেবলমাত্র ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন রাহুল-রুকমা।

img 20220608 165013

তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে আবারও জল্পনার সৃষ্টি হল নেটদুনিয়ায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে নববিবাহিত রাহুল-রুকমার ছবি ( Rahul-Rooqma marriage ) , আর তা ঘিরেই শুরু হয়েছে এই জল্পনার। এদিন সোশ্যাল মিডিয়ায় রাহুল এবং রুকমাকে বিয়ের সাজে দেখতে পাওয়া যায়। ছবিতে দেখা যাচ্ছে একমাথা সিঁদুর, গা ভর্তি সোনার গয়না, আর টুকটুকে লাল বেনারসি পরে একগাল হাসি নিয়ে রয়েছে রুকমা। আর তার পাশেই বরের সাজে ধুতি পাঞ্জাবি পরে বসে আছে রাহুল। আর বাস্তবেই তারা বিয়ের বন্ধনে বাঁধা পড়েছে কিনা, তা নিয়েই উত্তেজনা ছড়ায় ভক্তমহলে।

এদিনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিতে দেখা যায় ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন ‘নবদম্পতি’। যার থেকে অনেকেই ভেবে নেন যে সত্যিই বুঝি বিয়ে করেছেন তারা। তবে আসলে বিয়ে হয় ‘লালকুঠি’ ধারাবাহিকের বিক্রম অনামিকার। আসলে এরই মধ্যে প্রকাশ পায় লালকুঠি ধারাবাহিকের নতুন প্রোমো। আর সেখানেই দেখা যায় বিয়ে হচ্ছে অনামিকা এবং বিক্রমের। তবে ইতিমধ্যেই তাদের সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে হু হু করে ভাইরাল হয়ে যায়।




Leave a Reply

Back to top button