প্রথম জনকে ডিভোর্স দেননি, তার আগেই দ্বিতীয় বিয়ের আনন্দ উপভোগে ব্যস্ত হয়ে পড়েছিল ধর্মেন্দ্র

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউডে একাধিক বিয়ে, পরকীয়ায় জড়িয়ে পরা, বিবাহ বা সম্পর্কে বিচ্ছেদ এর খবর আর নতুন কি। প্রায়ই কোননা কোননো তারকার বিভিন্ন রকম সম্পর্কে কথা শোনা যায়। তবে বলিউডের এমন এক জুটি আছে যাদের সম্পর্ক নিয়ে নানান কথা উঠলেও তাঁদের ভালোবাসায় কখন ভাঁটা পড়েনি। হয়ত এতক্ষনে বুঝতেই পেরেছেন কাদের কথা বলছি। তাঁরা হলেন বলিউডের দু’জন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ধর্মেন্দ্র (Dharmendra)-হেমা মালিনী (Hema Malini)।
বলিউড ইন্ডাস্ট্রির ‘ড্রিম গার্ল’কে বিবাহ করেছিলেন ধর্মেন্দ্র। অভিনেতা বিবাহিত জানার পরও তাঁকে মন দিয়ে বসেছিলেন হেমা মালিনী ( Dharmendra-hema malini )। তবে তাঁদের সম্পর্ক নিয়ে পরিবারে আপত্তি ছিল প্রচুর। তা সত্ত্বেও পরিবারের সব বাধা পেরিয়ে হেমাকে বিয়ে করেছিলেন অভিনেতা। দেখতে দেখে ৪০ বছর একসঙ্গে কাটিয়ে দিলেন তাঁরা।
যদিও তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে এর আগে একাধিক বার নানা কথা শোনা গেছে। বেশ কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর স্বামীর আগের পক্ষের স্ত্রীকে ( Dharmendra-hema malini ) নিয়ে কিছু কথা বলেন। তিনি বলেছিলেন, স্বামীর প্রথম পক্ষের সঙ্গে কক্ষণো প্রতিযোগিতায় নামেননি তিনি। স্বামীর থেকেই এতটা ভালবাসা পেয়েছেন তিনি যে তারপরেও এমন নগণ্য জিনিসের জন্য কখনো কষ্ট পাননি তিনি।
সাক্ষাৎকারে স্বামীর প্রথম পক্ষের কথা জিজ্ঞাসা করাই হেমা বলেন, “আমি কোনোদিন ওঁকে (ধর্মেন্দ্র) বিরক্ত বা অত্যাচার করিনি। আমি শুধু চেয়েছিলাম ভালবাসাটা বজায় থাকুক। কোনো কিছু আমাদের মাঝে আসতে পারে না। আমি ওনার সমস্যাগুলো বুঝি। ওঁনার মতো করে সবকিছু করি আমি। তাই উনি আমাকে এতটা ভালবাসেন।” তিনি আরও জানান, ধর্মেন্দ্রর প্রথম ( Dharmendra-hema malini )পরিবারের প্রতি তাঁর মনে কোনো বিদ্বেষ নেই। সেই কারণেই তিনি এত আনন্দে থাকেন।
অভিনেত্রী এই বিষয়ে আরও জানিয়েছিলেন, বিয়ের পরেও কখনো ধর্মেন্দ্রকে তাঁর প্রথম পরিবারের থেকে আলাদা করেননি হেমা ( Dharmendra-hema malini )। বরং এই বয়সেও একে অপরের খেয়াল রাখেন তাঁরা দুজনে। বিয়ের পরে না, বিয়ের আগেও কখন ধর্মেন্দ্রর প্রথম বিবাহ নিয়ে কোন আলোচনাও করেননি তাঁরা।