সাত পাকে বাঁধা পড়লেন ‛রাণী রাসমণি’র এই অভিনেত্রী! কাউকে না জানিয়ে গোপনেই সারলেন বিয়ে

অহেলিকা দও, কলকাতা : করোনাকাল যেতে না যেতেই ফের বিয়ের মরসুম টলিপাড়ায়। বিয়ের পর্ব সেরে ফেলেলন ‘করুণাময়ী রাণী রাসমণি’র প্রসন্ন মানে অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য ( Somashri Bhattacharyya )। আইনি বিয়ে সেরেছিলেন গত বছর অক্টোবরে, আর এবার ধুমধাম করে সাত পাক ঘুরলেন তারা। শুভময় মিত্রর সঙ্গে সোমাশ্রী ( Somashri Bhattacharyya ) চুটিয়ে প্রেম করছেন বেশ কয়েক বছর ধরেই। আর সেই প্রেম এবার পূর্ণতা পেল।
মঙ্গলবার মধ্য রাতে শুভলগ্নে সাতপাক ঘুরলেন ২৫ বছরের নায়িকা। গত অক্টোবর মাসে রেজিস্ট্রি হয়ে গিয়েছে পাত্র পাত্রীর। সেই থেকেই শুভময়ের বালিগঞ্জের বাড়িতে স্বামী এবং শাশুড়ির সঙ্গে থাকছেন সোমাশ্রী ( Somashri Bhattacharyya )। আনুষ্ঠানিক বিয়ের আগে মা এবং দাদার কাছে দুর্গাপুরে চলে গিয়েছেন তিনি। গায়ে হলুদও হয়েছে মঙ্গলবার। বুধবার সন্ধ্যায় সদলবদলে বালিগঞ্জের শ্বশুরবাড়িতে পা রাখলেন কনে সোমাশ্রী। এ বার আনুষ্ঠানিক ভাবে বধূর গৃহপ্রবেশ হল তার।
মঙ্গলবার ভোরবেলা নান্নিমুখের সময়ে সাদা রঙের একটি লহেঙ্গা পরেছিলেন সোমাশ্রী। তার পরে সেটি পরেই বিয়োর আসরে পৌঁছন তিনি। সেখানে পোশাক বদলে লাল পেড়ে সবজেটে হলুদ রঙের একটি শাড়ি পরে গায়ে হলুদ সারেন নায়িকা। রাতে বিয়ের সময়ে লাল বেনারসি, লাল ওড়না এবং সোনার গয়নায় সেজেছিলেন প্রসন্নময়ী। আর বরের পরনে ছিল সাদা পাঞ্জাবী এবং লাল পেড়ে সাদা ধুতি। নতুন জীবনে পা দিলেন সোমাশ্রী-শুভময়।
এদিন সোমাশ্রী ( Somashri Bhattacharyya ) ও শুভময়কে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য, মানে ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের জগদম্বা। সোমাশ্রীর বেস্ট ফ্রেন্ড রোশনি। আবার শুভময়ের খুব কাছের বন্ধু রোশনির স্বামী তূর্জ। এছাড়াও হাজির হয়েছিলেন আদৃত। তবে অভিনেত্রী সোমাশ্রী নয়, শুভময়ের তরফে বিয়েতে হাজির ছিলেন আদৃত। দূর্গাপুরে বন্ধুর বিয়েতে যাবেন বলে আগেভাগে মিঠাইয়ের শ্যুটিং থেকে ছুটিও নিয়ে রেখেছিলেন। শুভময়ের দীর্ঘদিনের বন্ধু আদৃত, গানের সূত্রে আলাপ দুজনের। বেস্ট ফ্রেন্ড আর্যেশ রায়ের সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন আদৃত।
কলকাতায় হবে রিসেপশন। ১০ তারিখের সেই অনুষ্ঠানেই থাকবেন টেলিপাড়ার তারকারা। ‘ইকির মিকির’-এর নায়িকা তাঁর স্বামী শুভময় মিত্রর সঙ্গে আপ্যায়ণ করবেন অতিথিদের। বিজ্ঞাপনে চাকরি করেন তিনি। একইসঙ্গে সঙ্গীতশিল্পীও শুভময়। প্রসন্নের ( Somashri Bhattacharyya ) সঙ্গে শুভময়ের আলাপ হয় ২০২০ সালে, নায়িকা রোশনি ভট্টাচার্যের জন্মদিনে। রোশনির স্বামী, তূর্জ সেনের ছোটবেলার বন্ধু শুভময়।
সোমাশ্রী কিছুদিন আগেই শেষ করেছেন আকাশ ৮-এর ‘ইকির মিকির’ ধারাবাহিকের কাজ। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে সোমাশ্রীর। দুর্গাপুরের এই মেয়ে দর্শক মনে জায়গা করেছিলেন ‘রানি রাসমণি’ দিয়ে। এরপর ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল সোমাশ্রীকে।