বন্ধুত্ব থেকে প্রেম, এবার পালা বিয়ের! এই তারিখেই সাত পাকে বাঁধা পড়বেন নয়নতারা ও বিঘ্নেশ

রাখী পোদ্দার, কলকাতা : আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই পরিণতি পেতে চলেছে দক্ষিণী হার্টথ্রব নয়নতারা এবং বিঘ্নেশ শিবনে ( Nayanthara and Vignesh Shivan)র সাত বছরের প্রেম। আজ মহাবালিপুরমের শেরাটন পার্কে গাঁটছড়া বাঁধবেন সাউথের এই সেলেব দম্পতি। ৭ই জুন চেন্নাইয়ের একটি সম্মেলনে মিডিয়ার সামনে বিয়ের কথা ঘোষণা করেন তাঁরা। সেই সম্মেলনে বিঘ্নেশ শিবন বলেছিলেন, পেশার ক্ষেত্রে যেমন তিনি আদর্শ মেনে চলেন, তেমনই ব্যক্তিগত ক্ষেত্রেও তাই। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের পরবর্তী পর্যায়ে পা রাখতে চলেছেন। ৯ই জুন তিনি ও তাঁর প্রেম বিয়ে করছেন। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে এই বিয়ে হবে। প্রাথমিকভাবে তাঁরা তিরুপথি মন্দিরে বিয়ে করার পরিকল্পনা করলেও, কিছু সমস্যার কারণে তা হয়নি। তাই বিয়ের অনুষ্ঠান পালন করা হবে মহাবালিপুরমে ( Mahabalipuram)র শেরাটন পার্কে।
এছাড়াও তিনি জানিয়েছিলেন বিয়ের দিন বিকেলে তাঁরা ভক্তদের সাথে ছবি শেয়ার করবেন। আর ১১ই জুন বিকেলে নয়নতারা ও বিঘ্নেশ শিবন ( Nayanthara and Vignesh Shivan) মিডিয়ার সামনে আসবেন। জানা গিয়েছে, রজনীকান্ত, কমল হাসান, চিরঞ্জীবী, সুরিয়া, অজিথ, কার্তি, বিজয় সেতুপতি, সামান্থা প্রভু র মতো দক্ষিণী সেলেবরা থাকতে পারেন তাঁদের এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’ অনুষ্ঠানে।
অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিঘ্নেশ শিবনের প্রেম সব সময়ই থেকেছে খবরের শিরোনামে। দুজনের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। তবে, আপনি কি জানেন কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম? তামিল সিনেমার অন্যতম সেরা পরিচালকদের তালিকায় স্থান পান বিঘ্নেশ শিবন। অন্যদিকে নয়নতারাও দক্ষিণের একজন সফল অভিনেত্রী। জানা যায়, এদের দুজনের সম্পর্ক শুরু হয় ২০১৫ সালে। জানা যায়, ২০১৫ সালে ‘নানুম রাইডি ধান’ ( Naanum Rowdy Dhaan)এর সেটে প্রেম শুরু হয় দুজনের। সেই ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিঘ্নেশ শিবন। আর প্রধান নায়িকা চরিত্রে দেখা যায় নয়নতারাকে। ছবির সেটেই দুজনের আলাপ হয় প্রথম। তারপর শুরু হয় বন্ধুত্বের সম্পর্ক। যদিও সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। এবার সেই প্রেমই পরিণতি পাওয়ার পালা। আজ ৯ই জুন সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।
এই জুটি সম্প্রতি একটি রোমান্টিক সিনেমায় কাজ করেছেন একসাথে। ছবির নাম ‘কাঠু ভাকুলা রেন্দু কাধলে’ ( kaathu vaakula rendu kadhal)। এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিঘ্নেশ শিবন। আর সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে নয়নতারা, সামান্থা রুথ প্রভু ও বিজয় সেতুপতিকে। ২৮শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। লোকমুখে বেশ প্রশংসিতও হয়েছিল তাঁদের কাজ। যাই হোক, এবার আসা যাক আসল কথায়। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। তার চেয়ে ভালো বলা চলে বিয়ের সব সাজসজ্জাই প্রায় শেষের পথে। জানা গিয়েছে, বর্তমান ‘থিম ওয়েডিং’-এর ট্রেন্ড মেনে বিয়ের থিম হতে চলেছে, ‘এথনিক প্যাস্টেল’, এবং বিয়ের আসর বসতে চলেছে চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমের শেরাটন পার্কে।
View this post on Instagram