বিয়ের পিঁড়িতে বসতেই বন্ধ হয়েছিল অর্পিতার টলিউডে কাজ! নেপথ্যে কি বুম্বাদা, প্রশ্ন নেটিজেনদের

টলিপাড়ায় তাঁকে চেনে না এমন কেউ নেই। এক সময় একাধিক সিনেমায় কাজ করেছিলেন প্রসেনজিৎ(Prasenjit Chatterjee) পত্নী অর্পিতা পাল। তবে তাঁর নামের পাশে চট্টোপাধ্যায় উপাধি জুড়তেই যেন এক প্রকার অন্ধকার নেমে এলো টলিপাড়া কাঁপানো অভিনেত্রীর জীবনে। হটাৎই কোথায় যেন হারিয়ে গেলেন অভিনেত্রী। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেলেন অনেক দূরে। কিন্তু কেন? উত্তর যে অজানা। ইদানিং সময়ে বিভিন্ন ছোট গানের অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। তবে তাও খুবই অল্প।
১৯৯৭ সালে সানন্দা তিলোত্তমা জিতে নিয়ে পরিচালক প্রভাত রায়ের নজরে পড়ে যান অর্পিতা(Arpita Chatterjee)। সেই থেকেই টলিপাড়ার(tollywood) রাস্তা ধরে এগোতে থাকেন তিনি। ল্যাবরেটরি, পারমিতার একদিন, অসুখের মতো অন্য ধারার ছবিতেও যেমন নিখুঁত অভিনয় করেন তিনি। তেমনই প্রসেনজিতের বিপরীত একাধিক বাণিজ্যিক ছবিগুলিতেও পর্দা কাঁপান অভিনেত্রী। কিন্তু টলিপাড়ার রাস্তা ধরে তাঁর এই হেঁটে চলা খুবই অল্পদিনের। এরপরই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করে নেন তিনি। ২০০৩ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আর কখনওই ক্যামেরার সামনে দেখা যায়নি তাঁকে। অনেক বছরের জন্য যেন ঘরবন্দি করে নেন তিনি নিজেকে। যার নেপথ্যে কারণ সত্যিই অজানা। ভক্তরা অভিনেত্রী এই আচরণের কারণ হিসাবে অভিযোগের আঙুল তোলেন প্রসেনজিতের দিকে।
উল্লেখ্য, নিজের ঘরবন্দি জীবনকে দূরে সরিয়ে রেখে ১৮ বছর পর ‘আবার বছর ২০ পর’-এর হাত ধরে ক্যামেরার সামনে ফেরেন অভিনেত্রী। অভিনয় জগৎ থেকে তাঁর এতদিনের সন্যাস মেনে নিতে পারেনি। অভিনেত্রীর আগমনকে ঘিরে উৎসব শুরু হয় দর্শকদের মনে। তাঁর এতদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকার প্রসঙ্গে তিনি জানান, “কাজ বন্ধ করার সিদ্ধান্ত একান্ত আমার ছিল। আমি নিজের ইচ্ছেতেই অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছিলাম।” তাঁর সংযোজন, তিনি যখন অভিনয় বন্ধ করার সিদ্ধান্ত নেন, তখন তাঁর হাতে ছিল একাধিক ছবির প্রস্তাব।
প্রসঙ্গত, তাঁর এই অভিনয় জগৎ থেকে সরে আসার ফলে অত্যান্তরে পড়েছিলেন পরিচালক-প্রযোজকরা। অবশ্য মনে করা হয়, অর্পিতার সরে যাওয়ার ফলে মুশকিল আসান হয়েছিল রচনা ব্যানার্জীর। রচনা এবং অর্পিতার মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। অর্পিতা রচনাকে বিশেষভাবে অনুরোধ করেন তার ছেড়ে দেওয়া ছবিতে কাজ করার জন্য। সেই সময় রচনা নিজে বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বন্ধু অর্পিতার প্রস্তাব ফেরায়নি সে।