কলেজ থেকে প্রেম সোহম-স্বস্তিকার! মিষ্টি প্রেমের গল্পে মন মজেছে নেটিজেনদের

রাখী পোদ্দার, কলকাতা : এবার এক মিষ্টি পারিবারিক গল্প নিয়ে দর্শকদের কাছে হাজির হচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ( Swastika Mukherjee)। সম্প্রতি প্রকাশ্যে এল এই সিনেমার ট্রেলার। এক উচ্চ মধ্যবিত্তের সরল মজাদার প্রেমের গল্প ফুটে উঠেছে ট্রেলারে। আর সাথে রয়েছে সংসারের চাপে পড়ে নিজের ঐতিহ্য হারিয়েও খুশি থাকা এক গৃহবধূর গল্প। এমনই এক গল্প পর্দায় তুলে ধরতে আসছে টিম ‘শ্রীমতী’ ( Shrimati)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত ( Arjun Dutta)। ছবিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী ( Soham Chakraborty)। এই প্রথম জুটি বেঁধে একসাথে কাজ করেছেন তাঁরা।

এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প ফুটে উঠে এই সিনেমায়। কিছুটা অগোছালো গৃহবধূ ‘শ্রী’, তাঁর স্বামীর প্রেমে এক্কেবারে মগ্ন। সে ভালোবাসে ল্যাদ খেতে আর গুছিয়ে সংসার করতে। শ্রী ( Swastika Mukherjee)-এর পরিবার অর্থাৎ তাঁর স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুস, শাশুড়ি মা প্রতিমা, ননদ বৃষ্টি এবং তাঁদের পরিচারিকা কাজল হল তাঁর নিত্যদিনের সাপোর্ট। কলেজ থেকে প্রেম ছিল শ্রী আর অনিন্দ্যর। স্বামী বয়সে ছোট হলেও দু’জনের দারুণ বন্ডিং, খুনসুটি চলতেই থাকে সারাক্ষণ। কিন্তু ঝাঁ চকচকে সমাজ এবং পরিপার্শ্বিক চাকচিক্যের মধ্যে কোথাও গিয়ে যেন নিজের পরিচয়ই ক্রমশ হারিয়ে ফেলেছে শ্রী।

 

picsart 22 06 09 19 37 37 193তবে কি দুপুরে ঘুমানোয় নিষেধ, জিম, নিজের পছন্দের খাবারকে দূরে সরিয়ে দেওয়া এসবের মাঝে নিজের পরিচয় হারাবে শ্রী? নাকি এসবের জন্য চির ধরবে স্বামী স্ত্রীর সম্পর্কে? এসবের উত্তর জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য। পরিচালক অর্জুন দত্ত জোর গলায় বলেছেন, প্রত্যেক গৃহিণীই ‘শ্রীমতী’ ( Shrimati)র গল্পের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারবেন।

picsart 22 06 09 19 38 22 778পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খোদ অর্জুনই। কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে এই সিনেমা। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন বরখা বিশত সেনগুপ্ত (Barkha Bisht Sengupta), খেয়া চট্টোপাধ্যায়, দেবযানী বসু, সুদর্শন চক্রবর্তী। সেই সঙ্গে রয়েছেন বাংলা ধারাবাহিক জগতের দুই জনপ্রিয় মুখ তৃণা সাহা (Trina Saha) ও উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। আগামী ৮ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শ্রীমতী’।




Leave a Reply

Back to top button