বিকিনির সঙ্গে কপালে টিপ, হাতে চুরি! ‛এ কেমন ভারতীয় সংস্কৃতি’ প্রশ্ন নেটিজেনদের

অহেলিকা দও, কলকাতা : সেকালের অষ্টাদশী আজ চল্লিশের কোঠায়। বয়সের সাথে সাথে সৌন্দর্যের পরিবর্তন লক্ষ্য করা যায় প্রিয়াঙ্কা চোপড়ার ( Priyanka Chopra ) মধ্যে। সবে মাত্র মা হয়েছেন তিনি। ২২ বছর আগের কথা বিশ্ব ফ্যাশন দুনিয়ায় ভারতের জন্য খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা। ২২ বছর আগের এক পুরোনো ছবি নিয়ে এখন স্যোশাল মিডিয়া তোলপাড়। তিনি একটা ছবি শেয়ার করেছেন ছবিটি ২০০০ সালের। ১৮ বছর বয়েসের এই প্রিয়াঙ্কাকে ( Priyanka Chopra ) দেখে সেইসময়ে ৮ বছরের নিকের কি বক্তব্য?
ছবিতে দেখা গেছে শরীর বিকিনি দিয়ে ডেকেছেন প্রিয়াঙ্কা ( Priyanka Chopra ) কিন্তু কপালের ঐ টিপ হাতে চুড়িও প্রাচ্য-পাশ্চাত্যের এক অদ্ভুত মেলবন্ধন। কিন্তু টিপের সাথে বিকিনি? এই ফ্যাশনের মাধ্যমে তিনি ভারতীয় সংস্কৃতিকে বজায় রেখেছেন। স্ত্রীর ওই ছবিতে নিকের কমেন্ট ‘ফায়ার’ ইমোজি। অর্থাৎ শুরু থেকেই স্ত্রী যে হট সেই কথাই প্রকাশ করতেন তিনি। ওই ছবিতে কমেন্ট শুরু থেকেই সে কথা বোঝাতে চেয়েছেন এই বছরটা দম্পতির জন্য স্পেশাল।
এই বছরের জানুয়ারি মাসেই তারা অনুরাগীদের মা-বাবা হওয়ার সুখবর দিয়েছেন। প্রিয়াঙ্কা ( Priyanka Chopra ) সন্তানের জন্মের খবর দিয়েছেন প্রায় মধ্য রাতে। সুখবর শেয়ার করে নিক ও প্রিয়াঙ্কা নিজ নিজ স্যোশাল মিডিয়ায় লিখেছেন, “সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। এই সময় প্রাইভেসির উপর আমরা ভীষণ জোর দিয়েছি। পরিবারই এখন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।”
কেউ কিছুই টের পায়নি, একেবারে চুপিসারেই দুই থেকে তিন হয়ে গিয়েছেন তারা। তারকা দম্পতির ইনস্টাগ্রাম জুড়ে আনন্দ-উচ্ছ্বাস এবং অভিনন্দন বার্তা লক্ষ্য করা গিয়েছে। জুটেছিল শুভেচ্ছাবার্তাও। একইসঙ্গে যোগ হয়েছিল সন্তানকে প্রথম দেখার আর্জিও। অবশেষে কিছুদিন আগেই সেই আর্জি মিটিয়েছেন তারা। জানিয়েছেন ( Priyanka Chopra ) সন্তানের নামও। নাম রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস। আপাতত মেয়েকে নিয়ে সুখের সংসার তাদের। তবে স্যোশাল মিডিয়ায় পুরনো ছবিতে লাইকের বন্যা। রনবীর সিংহ থেকে শুরু করে বলিউড তারকা সহ অনুরাগীদের প্রশংসায় ভরে গেছে তার ইস্টা।
View this post on Instagram