বাংলায় টাকা নেই! ‛কাঁচা বাদাম’ বেচতে দিল্লিতে পা ভুবন বাদ্যকরের

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত সকলের মুখে মুখে একটাই শদ্ব ঘুরে ফিরে আসছে, আর সেটা হল ‘কাঁচাবাদাম’ (Kancha Badam)। সাধারণত এই কাঁচাবাদাম সকলের কাছে পরিচিত ছিল এক মুখরোচক খাবারের বিশেষ পদ হিসেবে। কিন্তু বিগত কয়েক মাস ধরে এই শদ্বটি সমগ্র মানবজাতি তথা নেট দুনিয়াতে এক ট্রেন্ড হিসেবে পরিচিত হয়েছে। যার অন্যতম কারণ হল ভূবন বাদ্যকার (Bhuban Badyakar)। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তথা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার তার গান এবং বাদাম বিক্রি করার দরুন রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন।

নেট দুনিয়ার আশীর্বাদে আজ ভুবন বাদ্যকার ও তার এই গান সমগ্র বিশ্ব জুড়ে এক নতুন ট্রেন্ড এর স্থাপন করেছে। বিনোদন জগতের তাবড় তাবড় শিল্পীদের এই গানে রিলস তৈরি করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই বিপুল জনপ্রিয়তার শুরুর দিকে অনেকেই মনে করেছিলেন যে, এই গান খুব বেশি হলে কয়েক মাস চলবে। তারপর ধীরে ধীরে এই গান এবং তার স্রষ্টা ভুবন বাদ্যকারের জনপ্রিয়তাতে ভাটা পড়বে। কিন্তু বর্তমানে যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সমালোচকদের সমস্ত হিসেবে নিকেশকে ভূল বলে প্রমাণিত করেছেন ভুবন বাদ্যকার।

10c52

কারণ যতদিন যাচ্ছে ততই জনপ্রিয়তা অর্জন করছে কাঁচাবাদাম (Kancha Badam)।সম্প্রতি নেট দুনিয়ার এই ভাইরাল সেনসেশনকে দেখা গিয়েছিল টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ এবং ‘দাদাগিরির’ মঞ্চে। শুধু তাই নয়, দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো প্রথম হয়েছেন তিনি। এমনকি শো এর সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর হাত থেকে নিয়েছেন দাদাগিরির ট্রফি এবং একাধিক পুরস্কার। যা তাকে আরও বেশি করে জনপ্রিয় এবং আলোচিত বিষয় হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। তবে সম্প্রতি এই বাদামকাকুকে ঘিরে নেট দুনিয়াতে ফের একবার আলোচনা শুরু হয়েছে।


যার অন্যতম কারণ হল, বেশ কিছু দিন আগে জনপ্রিয় বাদামকাকু জনপ্রিয় ইউটিউবার কেশব দে (Keshab dey) এর সঙ্গে জুটি বেঁধে একটি বাংলা (Rap song) করেছেন। তবে এইবার তিনি নাকি খুব শীঘ্রই বাংলা ছেড়ে রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আর তার অন্যতম কারণ হল, রাজধানীর বুকে স্টেজ শো করতে চলেছেন কাঁচাবাদামের স্রষ্টা। সম্প্রতি এক ইউটিউবারের নেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাদামকাকু তার ভাঙাচোরা হিন্দিতে এই দাবি করেন। যা শোনা পর ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে বিনোদনের জগৎ জুড়ে। তবে বাদামকাকুর ভাঙাচোরা হিন্দি এবং স্টেজ শো করতে যাওয়ার পর তার অনুরাগীরা যে ভীষণ ভাবে উচ্ছসিত তা বলাই যায়।




Leave a Reply

Back to top button