একটু এদিক-ওদিক হলেই প্রাণটা বেরিয়ে যেত! সিনেমার মতোই বাস্তবেও ‛শার্পশুটার’ ফাঁকি দিল সলমন

মন্টি শীল, কলকাতা : বিনোদন, এই শদ্বটার সঙ্গে জুড়ে রয়েছে বহু মানুষের হৃদয়, উচ্ছাস, আনন্দ। কিন্তু এই বিনোদনের জগৎকে কেন্দ্র করে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো নাড়িয়ে তোলে সমগ্র বিনোদন এর জগৎকে। এর উদাহরণ স্বরূপ বলতে গেলে বলা যায়, একদা বিনোদনের এক অন্যতম দুনিয়া বলিউডের (Bollywood) সঙ্গে ‘আন্ডারওয়াল্ডের’ বিশেষ যোগসূত্র ছিল। যাকে ভর করে কিছু কিছু অভিনেতা যেমন বিশেষ সুবিধা ভোগ করেছে, ঠিক তেমনি তার অপর দিকে কিছু কিছু বলি তারকাদের মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে।
যার মধ্যে বলিউডের এক অন্যতম নাম হল অভিনেতা সলমন খান (Salman Khan)। জানা গিয়েছে, বলিউডের ভাইজানকে কুখ্যাত দুষ্কৃতী এর দ্বারা হত্যার ছক কষা হয়েছিল। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে। কিন্তু ঘটনাটা কি ছিল? জানা গিয়েছে, এই ঘটনাটি আনুমানিক ২০১৮ সালের ‘সকালে প্রাতঃভ্রমণে জন্য বেরিয়ে সলমন খান বাবা অর্থাৎ সেলিম খান একটি চিঠি পান। যাতে রীতিমতো হুমকির সুরে সলমন এবং তার গোটা পরিবারকে উদ্দেশ্য লেখা ছিল যে মুসেওয়ালার মতো অবস্থা হবে।’ এরপরেই পুলিশের কাছে দ্বারস্থ হন অভিনেতার পরিবার।
তার কিছুদিনের মধ্যেই বলিউড অভিনেতা সলমন খানকে দিনে দুপুরে ‘শার্পশুটার’ দিয়ে হত্যার ছক কষা হয়। জানা গিয়েছে মুসেওয়ালা হত্যা কান্ডে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার (Gangster) লরেন্স বিষ্ঞোই এবং তার সঙ্গীরা। কিন্তু এইবার স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে, কে এই মুসেওয়ালা? মুসেওয়ালার পুরো নাম হল ‘সিধু মুসেওয়ালা’। তিনি পেশাগত ভাবে গায়কের সঙ্গে সঙ্গে ছিলেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ। জনসমক্ষে তার বিশেষ জনপ্রিয়তা ছিল। জানা গিয়েছে, এই কুখ্যাত দুষ্কৃতীর দল সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করেন।
পুলিশি ময়না তদন্তের পর ওই জনপ্রিয় রাজনীতিবিদের দেহ থেকে উদ্ধার করা হয়েছিল তিরিশটিও বেশি গুলির ক্ষত। জানা গিয়েছে, এই একই ছক অনুসারে অভিনেতা সলমন খানকে হত্যার চেষ্টা করেছিলেন কুখ্যাত গ্যাংস্টার (Gangster) লরেন্স বিষ্ঞোই এবং তার সঙ্গীরা। পরিকল্পনা অনুসারে অভিনেতা সলমন যখন সকালবেলা সাইকেল চালাতে যান সেই সময় হত্যার ছক কষা হয়েছিল। আর সেই মত অভিনেতার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনেও পরিকল্পনা করেন। কিন্তু কিছু কারণ বসত এই পরিকল্পনা থেকে পিছু হটতে হয়েছে দুষ্কৃতীদের। যদিও জানা গিয়েছে এই মুহূর্তে পুলিসি হেফাজতে রয়েছেন অভিযুক্ত দুষ্কৃতীরা। তবে এই ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বলিউড তথা অভিনেতার সমগ্র অনুরাগী মহলে। রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকারা। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে তা বলাই যায়।