কোটিপতি হয়েও মাটিতে পা তাঁর! পরিচারিকার সঙ্গেই চপ-মুড়ি ভাগ করে খেলেন কোয়েল মল্লিক

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বাংলা এবং বাঙালির কাছে বিনোদনের এক অন্যতম দুনিয়ায়। সাধারণত বিনোদনের এই আলোচিত দুনিয়াকে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহের অন্ত নেই। এককথায় বলতে গেলে, প্রায় দিন রাত এক করে সিনেমা প্রেমিরা বসে রয়েছেন তাদের প্রিয় সিনে তারকাদের সম্পর্কে জানার জন্য। আর অপর দিকে টলি তারকারাও সোশ্যাল মিডিয়াতে (Social Media) তে রকমারি পোস্ট করে তাদের অনুরাগীদের সঙ্গে যুক্ত রয়েছেন। যার উদাহরণস্বরূপ প্রথমেই নাম আসে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা রুপোলি পর্দার প্রথম সারির নায়িকা কোয়েল মল্লিক ( Koel Mallick)।

টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে বড় পর্দা থেকে সাময়িক বিরতি নিলেও, একটা সময় এই অভিনেত্রী তার অভিনয় কৌশলের মারফত আপামোর সিনেমা প্রেমিদের মন জয় করেছেন। তার অসাধারণ এক্সপ্রেশনের দরুন আজও লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে বাস করছেন অভিনেত্রী। তবে টলিউডের এই অভিনেত্রী শুধুমাত্র বড়পর্দাতেই নন, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ভিষন রকম ভাবে জনপ্রিয়। নেট দুনিয়াতে তার সক্রিয়তা চোখে পড়ে তার করা বিভিন্ন রকমের মজাদার পোস্টের দরুন। জানা গিয়েছে, রুপোলি পর্দার এই অভিনেত্রী রিল লাইফের সঙ্গে সঙ্গে তার রিয়াল লাইফেও একজন খুব ভালো মনের মানুষ।

11c33

যা প্রকাশ পায় তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বিভিন্ন ভিডিও এবং ছবির দরুন। সম্প্রতি এই অভিনেত্রীর এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। যাতে তিনি সুস্থ থাকার মন্ত্র পাঠ করাচ্ছেন সমগ্র নেট বাসিকে। কিন্তু বর্তমানে যা ঘটল তাতে রীতিমতো হতবাক তার অনুরাগীরা। কিন্তু কি ঘটল এমন? অভিনেত্রীর করা একটি পোস্টে দেখা অভিনেত্রী ব্যস্ত তার রান্না ঘরে। সেখানে তিনি আর পরিচারিকার সঙ্গে মিলে মিশে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছেন আলুর চপ। তবে শুধুমাত্র বানানো পর্যন্ত নয়, তিনি সেটি মুড়ির সঙ্গে বসে খেলেনও।

11c34

অভিনেত্রীর করা সোশ্যাল মিডিয়ার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি অভিনেত্রীর এই দৃশ্য দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরাও। তবে জানা গিয়েছে, রুপোলি পর্দার এই অভিনেত্রী খাবারের সঙ্গে কোনও দিন কোনও অবস্থাতেই আপোষ করেননি। বিশেষত তা যদি হয় বাড়িতে তৈরী করা কোনও সুস্বাদু পদ। শোনা যায়, অভিনেত্রী কোয়েল মল্লিকের সুস্বাস্থ্যের জন্য এক লম্বা খাদ্য তালিকা রয়েছে। কিন্তু বাড়ির তৈরি রান্নার কাছে সেই সমস্ত তালিকা কার্যত ফিকে হয়ে যায়। যার এক ক্ষুদ্র সংস্করণ এইদিন নজরে এল সোশ্যাল মিডিয়াতে।




Leave a Reply

Back to top button