স্বামীর টাকার ধার ধারেন না! স্বামীর থেকেও কোটি টাকা বেশি আয় করেন এই অভিনেত্রীরা

জয়িতা চৌধুরী, কলকাতা: প্রশাসন থেকে শুরু করে প্রতিরক্ষা জীবনের ক্ষেত্রেই আজকাল পুরুষদের ছাপিয়ে যাচ্ছেন মহিলারা। একেই বোধ হয় বলে সত্যিকারের নারী ক্ষমতায়ন ‘উমেন এমপাওয়ারমেন্ট’। এই পরিপ্রেক্ষতে পিছিয়ে নেই বলিউডও (Top five rich actress in Bollywood)। বলিপাড়ায়ে এমন অনেক নায়িকা আছেন যারা সম্পত্তির দৌড়ে স্বামী দের কে পিছনে ফেলে দিয়েছেন! নিজের ভরন-পোষনের জন্য স্বামীর উপর নির্ভর করেন না তারা কারণ স্বামীর থেকে তাঁরা অনেক বেশি সম্পত্তির অধিকারী। জেনে নিন এমনই পাঁচ বলি অভিনেত্রীর নাম…
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ( Deepika Padukone and Ranveer Singh ) : ‘হ্যাশট্যাগ-কাপল গোল’ বলে ইন্সটাগ্রামে সার্চ করলেই ট্রেন্ডর শীর্ষে থাকেন রণবীর- দীপিকা ( Deepika – Ranveer )। অনস্ক্রিন বা অফস্ক্রিন কেমিস্ট্রির কথা বললেই বলিউডের সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় কাপল ‘দীপ-বীড়’ ( Deepveer )। সূত্রের খবর, রণবীরের সম্পত্তির পরিমাণ যেখানে ৩০৭ কোটি টাকা সেখানে দীপিকার সম্পত্তির পরিমান ৩১৬ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন ( Aishwarya Rai Bacchan and Abhishek Bacchan ): বিশ্বসুন্দরীর সাথে বিগ বি- র ছেলে অভিষেক বচ্চনের পরিচয় ‘গুরু’ ছবি টি করার সময়। দীর্ঘদিন প্রেমপর্ব চলার পর মহা ধুম ধাম করে রাজকীয় ভাবে বিয়ে করেন তাঁরা। তাদের একটি মাত্র সন্তান আরাধ্যা। বচ্চন বাড়ির বৌ এই মুহুর্তে শ্বশুর- শ্বশুরী, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করছেন। জানা যায়, অভিষেকের সম্পত্তির পরিমান ২০৩ কোটি টাকা, অন্যদিকে ঐশর্য-এর সম্পত্তির পরিমান ২২৭ কোটি টাকা।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ( Vicky Kaushal and Katrina Kaif ): সম্প্রতি বিয়ে করেছেন তাঁরা ( Vikat )। নবদম্পতি এই মুহুর্তে চুটিয়ে সংসার করছেন, ঘুরছেন, স্বামীর পছন্দের পদ রান্নাও করছেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় সুখের সংসারের পিডিএ হামেশাই দেখতে পাওয়া যায়। কিন্ত সম্পত্তির বিচারে ভিকিকে অনেক পিছনে ফেলে রেখেছেন ক্যাট। যেখানে ক্যাটরিনার সম্পত্তির পরিমান প্রায় ২২৪ কোটি টাকা এবং ভিকির ২৫ কোটি।
সম্পত্তির হিসাবে বর কে পিছনে ফেলে দিয়েছেন হেমা মালিনীও ( Hema Malini )। তার স্বামী ধর্মেন্দ্র ( Dharmendra )vএককালীন বলিউড দাপানো অভিনেতা হলেও, জানা যায় ধর্মেন্দ্রর সম্পত্তির পরিমান ৩৩৫ কোটি টাকা এবং হেমার ৪৪০ কোটি টাকা। তবে যে জুটির কথা না করলেই নয় ‘হরর কুইন’ বিপাশা বসু (Bipasa Basu ) ও করন সিং গ্রোভার (Karan Singh Grover)। একসাথে একটি সিনেমা করতে গিয়ে তাঁদের মধ্যে প্রেম হয় আর তারপর তারা ২০১৬ সালে বিয়ে করেন। বং বিউটি বিপাশার সম্পত্যির পরিমান ১১৩ কোটি টাকা, সেখানে করনের ১৩ কোটি টাকা।