Horoscope Today : এই রাশির জাতকদের হবে বিপুল অর্থ লাভ, একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ সোমবার, দেবাদিদেব মহাদেবের আর্শীবাদ নিয়ে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরোনোর আগে জানতে কার জীবনে আসতে চলেছে সুখের বাতাবরণ। কার কর্মজীবনে আসবে আমূল পরিবর্তন। কোন শিক্ষার্থীর জন্য অপেক্ষা করছে এক সুবর্ণ সুযোগ। কার ভাগ্যে রয়েছে বিপুল আয় উন্নতির যোগ। কে হতে চলেছেন বিপুল সম্পদের মালিক। কার দাম্পত্য জীবনে বজায় থাকবে সুখ স্বাচ্ছন্দ্য। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ সোমবার (Monday), ১৩ ই জুন (২৫ শে জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল (Today’s Horoscope)।
• মেষ রাশি
আজ শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। ব্যবসায়ে সুচিন্তা করাই শ্রেয়। উচ্চপদস্থ, জ্ঞানী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ব্যায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ আপনার কাজের দরুন মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে। অতিরিক্ত বিলাশিতার দরুন আর্থিক ব্যায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহ সংক্রান্ত আলোচনা থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয়। শত্রুর দরুন মানসিক চাপ সৃষ্টি হতে পারে। শেয়ারে বিনিয়োগের দরুন ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।
• মিথুন রাশি
আজ আপনার দাম্পত্য জীবনে জটিলতা দেখা দিতে পারে। নিকট বন্ধুর জন্য আর্থিক ব্যায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে নতুন যোগসূত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীএর জন্য মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আর্থিক সংকট তৈরির সম্ভাবনা রয়েছে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ আপনার মাত্রাতিরিক্ত বিলাসিতার দরুন আর্থিক ব্যায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে আর্থিক সংকটের তৈরীর সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। জলপথ পরিবহনে বিপদের আশঙ্কা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে বিবাদ তৈরির আশঙ্কা রয়েছে। সামাজিক কাজে সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ ভ্রমণ বিষয়ক পরিকল্পনা থেকে বিরত থাকুন। কোনও এক কাজের দরুন মানসিক অশান্তি বাড়তে পারে। ব্যবসায়ে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ক্রীড়া জগতের সঙ্গে যুক্তদের জন্য ভাল সময় আসতে চলেছে। ব্যবসায়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যিক, চুরির সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।
• কন্যা রাশি
আজ আপনার শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। ব্যবসায়ে আর্থিক আয় বৃদ্ধির যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাতৃদ্বয়ে বিবাদ হতে পারে। বিজ্ঞান গবেষণায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ কোনও পুরনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে। ব্যবসায়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। সকালের দিকে ক্ষতির আশঙ্কা রয়েছে। পারিবারিক বিবাদ বাড়তে পারে। তর্ক বিতর্কে না জড়ানোটাই শ্রেয়। শরীরে মেদ জনিত রোগ দেখা দিতে পারে। নিকট বন্ধুর কাছ থেকে সহায়তা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
• বৃশ্চিক রাশি
আজ আপনার ব্যবসায়ে নিজ বুদ্ধির জোরে সফলতা অর্জন করতে পারেন। নিকট বন্ধুর সঙ্গে হওয়া বিবাদের দরুন মানসিক চিন্তা দেখা দিতে পারে। আইনি জটিলতার দরুন অর্থ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তির জন্য আইনি সহায়তা নিতে হতে পারে। আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।
• ধনু রাশি
আজ আপনার নিকট বন্ধুর কাছ থেকে সম্মানিত হতে পারেন। শিক্ষার্থীদের প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সুচিন্তা করাই শ্রেয়। সন্তানের পড়াশোনা কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক ব্যায় বৃদ্ধির জন্য কর্মচারীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।
• মকর রাশি
আজ দূরে কোথাও ভ্রমন নিয়ে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে বিবাদ সৃষ্টি হতে পারে। জমি বাড়ি কেনার সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দরুন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সামাজিক কাজে সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। কোনও এক বিষয়ে আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
• কুম্ভ রাশি
আজ আপনার শারীরিক অসুস্থতার দরুন কাজে ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেমে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ে আর্থিক আয় বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য জীবনে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে বৃহৎ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম রয়েছে। আর্থিক সংকটের দরুন ঋণ নিতে হতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।
• মীন রাশি
আজ আপনার প্রেমে জটিলতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে থাকা চাপের দরুন ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। পারিবারিক অশান্তির দরুন কাজে ক্ষতির আশঙ্কা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে রক্ত চাপ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর দরুন আর্থিক ব্যায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।