প্রথম পরিচালনাতেই বিপদে মানসী সিনহা! দু নম্বরি প্রযোজকের পাল্লায় পড়ে ডুবে ছিল সিনেমা

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সাধারণত এই বিনোদনের দুনিয়াকে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহের অন্ত নেই। প্রায় প্রতিনিয়তই বড়ো পর্দায় মুক্তি পাওয়া নিত্যনতুন বাংলা সিনেমা (Bengali Cinema) এবং ধারাবাহিকের দরুন রীতিমতো বিনোদনের গভীর সমুদ্রে ডুবে রয়েছেন আপামোর বাঙালি দর্শক। তবে দর্শকরা শুধুমাত্র এই সিনেমা বা ধারাবাহিকে কেন্দ্র করেই মেতে নেই, তার সঙ্গে সঙ্গে তাদের উৎসাহের অন্যতম বিষয় হল টলিউডের জনপ্রিয় তারকারা। যাদের জীবন যাত্রা সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে বসে রয়েছেন তাদের অনুরাগী এবং দর্শক মহল।
যার মধ্যে একজন অন্যতম নাম হল টলিউড অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha)। টেলিভিশন জগতের কাছে এই অভিনেত্রী একজন খুব জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে একাধিক বাংলা সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম হল জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha) এই ধারাবাহিকে ছোট ঠাম্মির ভূমিকায় অভিনয় করেছেন। যার দরুন দর্শকদের কাছে থেকে বিশেষ প্রসংশাও পেয়েছিলেন অভিনেত্রী।
তবে শোনা গিয়েছিল, টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী এইবার অভিনয় ছেড়ে পালন করতে চলেছে একজন পরিচালকের দায়িত্ব। সম্প্রতি, টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরির’ মঞ্চে দাঁড়িয়ে এই ইচ্ছা প্রকাশ করেন খোদ অভিনেত্রী এবং পরবর্তী সময়ে তিনি সেই মতো কাজ শুরু করে দেন তিনি। তবে একজন পরিচালকের ভূমিকা মোটেই সহজ কাজ নয়। আর তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিউড অভিনেত্রী প্রকাশ করেন একজন পরিচালক হিসেবে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা। জানা গিয়েছে, পরিচালকের আসনে মানসী এক গুরুতর বিপদের সম্মুখীন হয়েছিলেন।
অভিনেত্রীর দাবি, সিনেমার প্রযোজকের সমস্যার দরুন বন্ধ হয়ে গিয়েছিল অর্থের যোগান। যার জেরে রীতিমতো প্রভাব ফেলেছিল সিনেমার শ্যুটিংয়ে। শেষমেষ অপর এক প্রোডাকশন হাউজের সহায়তায় এই বিপদ থেকে মুক্তি পান তিনি। শুধু তাই নয়, আর এই ভয়াবহ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে মানসী এই প্রযোজককে কার্যত দু নম্বরি বলে সম্বোধন করেন। যার জেরে রীতিমতো তোলপার পড়ে গিয়েছে বিনোদনের জগৎ জুড়ে। জানা গিয়েছে, সিনেমাটির গল্পের মূল বিষয় বস্তু হল দুই বয়স্ক মানুষের প্রেম কাহিনী। যার মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আড্য এবং শাশ্বত চট্টোপাধ্যায়। লকডাউনের আগে যে সিনেমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা তা এখনও শেষ হয়নি। যার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ওই প্রযোজকেই দায়ী করেছেন টলিউড অভিনেত্রী।