সম্পর্ক জুড়ে শুধুই তিক্ততা! বিয়ের পিঁড়িতে বসার আগেই শেষ হয়েছে টলিউডের এই মিষ্টি সম্পর্কগুলো

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সাধারণত বিনোদনকে কেন্দ্র করে দর্শক তথা অনুরাগী মহলে উৎসাহের শেষ থাকে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই টলিউডই হয়ে উঠেছে বিতর্কের এক অন্যতম ভর কেন্দ্র। একটা সময় ছিল যখন বিভিন্ন ক্ষেত্রে শোনা যেত, টলিউড তারকাদের মধ্যে তৈরি হয়েছে গোপন সম্পর্কের। আবার কখনও কখনও সেই সমস্ত গড়ে ওঠা সম্পর্কের বিচ্ছেদের কাহিনীও সামনে এসেছে। কিন্তু সম্পর্কের এই ভাঙা গড়ার মধ্যেও বিতর্কের ছিটেফোঁটাও কম হয়নি টলিউডে। তবে আসুন একনজরে দেখেনিন টলিউডের এমনি কিছু গড়ে ওঠা সম্পর্কের কাহিনী।

• রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী

13c61
টলিউডের এই দুই তারকাই নিজ নিজ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। এককথায় বলতে গেলে রাজ চক্রবর্তী টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফলতম পরিচালক, অপর দিকে মিমি চক্রবর্তী একজন জনপ্রিয় সাংসদ এবং অভিনেত্রী। শোনা যায়, টলিউডের এই দুই তারকা যুগলের মধ্যে গড়ে উঠেছিল এক গভীর সম্পর্কের, যদিও সেটা ছিল সকলের অগোচরে। বেশ কিছু টিকে থাকলেও পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

• জিৎ ও স্বস্তিকা মুখার্জি

13c62
অভিনেতা জিৎ এবং অভিনেত্রী স্বস্তিকা এরা দুজনেই টলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে এক অন্যতম নাম। এনারা একসঙ্গে জুটি বেঁধে একাধিক জনপ্রিয় হিট সিনেমার উপহার দিয়েছেন সিনেমা প্রেমিদের। তবে শোনা যায়, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা জিৎ এর প্রেমে পড়েন স্বস্তিকা। এমনকি এদের দেখা গিয়েছিল একাধিক পার্টিতেও। কিন্তু কিছু অনিবার্য কারণ বশত এই দুই তারকা যুগলের মধ্যে তৈরি সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

• দেব ও শুভশ্রী

13c63
টলিউড এক অন্যতম মিষ্টি এবং বহুল আলোচিত জুটির মধ্যে একটি অন্যতম হল দেব শুভশ্রীর জুটি। মাঝে মাঝে টলি পাড়ায় শোনা যেত এই দুই তারকা যুগলের মধ্যে তৈরি হয়েছে এক সম্পর্কের। যদিও সেকথা কেউ কোনও দিনই প্রকাশ্যে স্বীকার করেননি। বরং তারা সর্বদা একে অপরের ভালো বন্ধু হিসেবে দাবি করেছেন। তবে সম্পর্কের বিচ্ছেদের পর অভিনেতা দেব একদা বলেছিলেন শুভশ্রী আমার খুব কাছের একজন ব্যক্তি।

• স্বস্তিকা মুখার্জি ও শ্রীজিৎ মুখার্জি

13c64
টলিউডের একজন বিশিষ্ট জনপ্রিয় পরিচালক হিসেবে পরিচিত শ্রীজিৎ মুখার্জি। শোনা যায়, একদা টলিউডের এই জনপ্রিয় পরিচালক এবং অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এর মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যায় টলি পাড়ায়। যদিও একটা সময় এমনও শোনা গিয়েছিল, যে টলি পরিচালক তার এই গড়ে ওঠা সম্পর্ক নিয়ে বেশ আগ্রহী ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে শোনা যায় যে, এই দুই তারকা যুগলের সম্পর্ক বেশি দিন টেকেনি, এমনকি অনুরাগী মহলও এই বিচ্ছেদের আসল কারণটি জানতে পারেননি ।




Leave a Reply

Back to top button