‘ইচ্ছে নদী’তে অভিনয় করে মিলেছে জনপ্রিয়তা! সাধারণ ব্যাঙ্ক কর্মী আজ টলিউডের সুপারস্টার

অহেলিকা দও, কলকাতা : টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন বিক্রম চট্টোপাধ্যায় ( Vikram Chatterjee )। তবে আপনি কি জানেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে বিগত বারো বছরের সফর। টলিউড অভিনেতা হওয়ার আগে তিনি ছিলেন একজন বেসরকারি ব্যাঙ্ককর্মী। তবে এখন তিনি একজন সফল অভিনেতা। তিনি ( Vikram Chatterjee ) ছোট পর্দা থেকে বড় পর্দা, দাপিয়ে কাজ করছেন ওটিটি-তেও।
পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে নেটমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ( Vikram Chatterjee )। এক বেসরকারি ব্যাঙ্কে কাজ করার সময়কার ভিজিটিং কার্ড। সযত্নে এখনও রাখা তার কাছে। সেই ব্যাঙ্ককর্মী থেকে আজকে টলিউডের নামী হিরো, এ যেন এখনও স্বপ্ন সত্যি হওয়ার মতো কোনও এক গল্প তার কাছে। বেসরকারি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্য়ানেজার ছিলেন তিনি। অভিনেতার অফিস ছিল সল্টলেক, সেক্টর ২-তে।
খুবই সাধারণ ঘরের ছেলে বিক্রম চট্টোপাধ্যায় ( Vikram Chatterjee )। কেরিয়ারের শুরু ব্যাঙ্ককর্মী হিসেবে। কিন্তু অভিনয় ছিল তাঁর ধ্যান-জ্ঞান। টেলিভিশনের ‘সাত পাকে বাঁধা’, ‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বৌ’-এর মতো একাধিক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘সাহেব বিবি গোলাম’, ‘মেঘনাধ বধ রহস্য’, ‘এলার চার অধ্যায়’-এর মতো একাধিক ছবিতে অভিনয়।
২০০৯ সালে চাকরি ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায় ( Vikram Chatterjee )। সেখানে তথাগত চৌধুরির থিয়েট্রিশন নাটক দলের সঙ্গে কাজ করা শুরু করেন। প্রথমে সহ পরিচালক হিসেবে কাজ করতেন। মূল দল বা শো পরিচালনার কাজ করতেন তিনি। এক অভিনেতার অনুপস্থিতির কারণে ১২ অ্যাংরি জারেস ( 12 angry jurous ) নাটকে অভিনয়ের সুযোগ পান। অভিনয় করে কোথায় যেন মন থেকে আনন্দ খুঁজে পেয়েছিলেন তিনি। এরপর মুম্বই থেকে কলকাতা ফিরে ধারাবাহিকে সুযোগ। এরপর থেকেই হু হু করে এগিয়ে চলছে তার জীবনে সুখের তরী।