সিনেমায় যত থাপ্পড় খাবেন, তত টাকা! অভিনেতাদের হাতে মার খেয়ে কত কোটির মালিক ব্রহ্মানন্দম?

প্রত্যুষা সরকার, কলকাতা: ভারতীয় চলচ্চিত্র জগৎ বলতে প্রথমেই মাথায় আসে বলিউডের কথা। তাই বেশির ভাগ সময় বলিউড নিয়েই চর্চা করে সকলে। বলিউডের ( Bollywood ) সিনেমা মানেই যেন সুপারহিট। তবে এই ধারনাকে একে বারে বদলে দিয়েছে দক্ষিণী ছবি ( South indian movie )। একের পর এক ব্লক বাস্টার ছবি দিয়ে বলিউডকে রীতিমতো টক্কর দিচ্ছে দক্ষিণী ছবি। আর এই দক্ষিণী ছবির একজন তুমুল জনপ্রিয় অভিনেতা হলেন ব্রহ্মানন্দম ( Brahmanandam )। এমন কোন সিনেমা প্রেমি নেই যিনি ব্রহ্মানন্দমকে চেনে না।

চলচ্চিত্র জগতে এমন অভিনেতা আছেন, যারা ছোট ছোট চরিত্রে অভিনয় করে তাঁদের ক্যারিয়ার শুরু করলেও আজ তাঁরা পৌঁছে গেছেন সাফল্যের শীর্ষে। এর মধ্যে একজন কমেডিয়ান হলেন ব্রহ্মানন্দম ( Brahmanandam )। তেলেগু পরিচালক জান্ধয়ালার ‘মোদ্দাবাই’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। জান্ধয়ালা তার অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে ‘চানতাবাবাই’ ছবিতে একটি ছোট ভূমিকার প্রস্তাব দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

img 20220614 112844

সেই থেকেই পর্দায় দর্শককে হাসিয়ে মন জয় করেছেন একাধিক মানুষের। অভিনেতার পাশাপাশি ভালো ছবিও আঁকেন তিনি ( Brahmanandam )। কিন্তু জানেন কি সবসময় সিনেমার স্ক্রিনে সবাইকে হাসানো এই অভিনেতার আয় কত? ভারতের সবচেয়ে ধনী কৌতুক অভিনেতা বলা হয় ব্রহ্মানন্দমকে। এক জীবনে এত সিনেমায় অভিনয় করেছেন, যা অন্যদের কাছে এক অবিশ্বাস্য স্বপ্নের মতো মনে হয়।

img 20220614 112926

এখনও পর্যন্ত ১ হাজারের বেশি সিনেমায় অভিনয় করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ব্রহ্মানন্দমের ( Brahmanandam ) নাম। পৃথিবীতে জীবিত অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয়ের খেতাবটিও আছে তাঁর নামেই। অভিনেতার সম্পদের ( Property ) পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে অনেকের। একাধিক সূত্রে জানা যায়, ব্রহ্মানন্দমের মোট সম্পদের পরিমাণ ৩৪০ কোটি টাকারও বেশি। একই সাতগে অনেক বিলাসবহুল গাড়ি এবং কৃষি খামারের মালিক তিনি।

img 20220614 112742

ব্রহ্মানন্দমের কাছে রয়েছে একটি অডি R8, অডি Q7, মার্সিডিজ বেঞ্জ (ব্ল্যাক) এবং ইনোভার মতো বিলাসবহুল গাড়ির। আছে কোটি কোটি টাকার কৃষিজমি। এ ছাড়া হায়দরাবাদের পশ এলাকা জুবিলি হিলস-এ ব্রহ্মানন্দমের ( Brahmanandam ) একটি বিলাসবহুল বাংলো রয়েছে। তাঁর একটি ছবির জন্য প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দম।

img 20220614 113053

তেলেগু সিনেমা চালু করলেই যেন ব্রহ্মানন্দমের মুখ দেখা যায়। নায়ক-নায়িকার পর তাকে ঘিরেই দর্শকের আগ্রহ থাকে বেশি। তাকে ছাড়া যেন সিনেমা জমেই না! ব্রহ্মানন্দম ( Brahmanandam ) সিনেমায় অভিনয়ের ২০০৯ সালে ভারত সরকারের পদ্মশ্রী পদক পান। এছাড়া ছয়টি নন্দি অ্যাওয়ার্ড, একটি ফিল্মফেয়ার সাউথ, ছয়টি সিমা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।




Leave a Reply

Back to top button