“যৌনতা ভরা দৃশ্য করে মেলে পকেট ও শরীরের শান্তি!”, সর্বসমক্ষে অকপট Aashram 3 খ্য়াত এষা গুপ্তা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলিউড (Bollywood)। যার অন্যতম কারণ হল, বিনোদনের এই বিশেষ জগৎ বেশ কিছু সময় ধরে দর্শকদের উদ্দেশ্যে বড়পর্দায় উপহার দিয়ে চলেছে একের পর এক জনপ্রিয় সিনেমা। যাকে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহের অন্ত নেই। তবে শুধু মাত্র বড় পর্দাই নয়, দর্শকদের জন্য এই বিনোদনের ঝুলি নিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও (OTT Platform) হাজির হয়েছে বলিউড। যার অন্যতম উদাহরণ হল বর্তমান সময়ের সবচেয়ে বহুল আলোচিত ওয়েবসিরিজ (Webserise) আশ্রম সিজন থ্রি (Aashram Season 3)।

বহুল আলোচিত এই ওয়েব সিরিজ গত ৩রা জুন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ার (Mx Player) এ মুক্তি পেয়েছে। যার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র বিনোদনের দুনিয়াতে। এই জনপ্রিয় ওয়েব সিরিজের মুখ্য চরিত্র অর্থাৎ নিরালা বাবার ভুমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা ববি দেওলকে। শুধু তাই নয়, এই ওয়েবসিরিজে মুখ্য চরিত্র নিরালা বাবার আত্মসহায়ক হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta)-কে। বলিউডের এই অভিনেত্রী দর্শক মহলে বিশেষ ভাবে আলোচিত হয়েছেন, যার অন্যতম কারণ হল অভিনেত্রীর অভিনয়।

14c31

সম্প্রতি বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যাতে তিনি তার এই ওয়েবসিরিজ সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেছেন। অভিনেত্রীর মতে, ‘তার এই প্রকল্পটি নির্বাচন করার জন্য সময়ের সঙ্গে সঙ্গে তার মানদণ্ড পরিবর্তন করতে হয়েছে।’ তিনি বলেছেন, ‘সে খুব কম বয়সে নিজের স্বাধীনচেতা জীবন যাপন শুরু করেছেন। এমনকি ছাত্রাবস্থায় নিজের খরচ চালানোর জন্য এক ক্যাফেতেও কাজ করেছিলেন। তবে বর্তমানে তিনি সেই কাজটাই করেন যেখানে তার পকেট এবং আত্মসন্তুষ্টি পরিপূর্ণ হয়।’

 

View this post on Instagram

 

A post shared by Esha Gupta (@egupta)


তবে তিনি বিশেষ ভাবে আপ্লুত বলিউড অভিনেতা ববি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে। যার তার এই দিনের কার পোস্টে চোখে পড়েচে। স্বভাবতই বলিউডের এই অভিনেত্রী একাধিক উত্তেজনা পূর্ণ চরিত্রে কাজ করেছেন। কিন্তু এই ওয়েবসিরিজে সোনিয়া-র চরিত্র তার কাছে ভীষণ রকম ভাবে চ্যালেঞ্জিং ছিল। কারণ এই সিরিজ মুক্তি পাওয়ার পর নেটিজেনদের পক্ষ থেকে বিভিন্ন রকমের কটূক্তি উঠে আসতে থাকে। এমনকি অভিনেত্রীর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ভরে যায় ভিন্ন ভিন্ন নেতিবাচক মন্তব্যে। তবে পরিচালক প্রকাশ ঝা এর পরিচালিত ওয়েব সিরিজ আশ্রম সিজন থ্রি (Aashram season 3) যে বিশেষ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।




Leave a Reply

Back to top button