“প্রতি রাতে হাউ হাউ করে কাঁদি”, সুশান্ত মৃত্যুবার্ষিকীতে আবেগে ভেসে অজানা তথ্য ফাঁস রিয়ার

রাখী পোদ্দার, কলকাতা : আজ ১৪ই জুন। আজ থেকে ঠিক দুবছর আগে এই তারিখেই কষ্টে ভেঙে পড়েছিল গোটা দেশ। ২০২০ সালের ১৪ই জুন ‘ছিচোরে’ অভিনেতা সুশান্ত সিং রাজপুত ( Sushant Singh Rajput)এর অকাল মৃত্যুর খবর তাঁর ভক্তদের হৃদয় পুরোপুরি ভাবে ভেঙে দিয়েছিল। সুশান্তের মৃত্যু সকলের কাছে আজও একটা রহস্য। ২ বছর আগে আজকের দিনে বান্দ্রার কার্টার রোডের ওই আবাসনে ঠিক কী ঘটেছিল সেই রহস্য ভেদ করতে আজও অক্ষম সিবিআই। সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty)কে। সুশান্ত মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়াকে হাজতবাসও করতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় কার্যত তাঁকে ‘ডাইনি’ বলেও অভিহিত করেন অনেকে।
এরপর ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হলে নিজের ছন্দে ফিরতে শুরু করেন রিয়া। কিন্তু তা বলে সুশান্ত সিং রাজপুত তাঁর জীবনে অতীত হয়ে যায়নি। সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রেমিককে স্মরণ করে নিজেদের কিছু মিষ্টি মূহুর্ত ভক্তদের সাথে শেয়ার করে নেন রিয়া।
এই অদেখা ছবিতে সুশান্ত সিংহ এর প্রেমময় হাসি দেখার পর আপনার চোখও হয়ে উঠবে আর্দ্র। সুশান্তের সঙ্গে কাটানো রোম্যান্টিক সব মুহূর্তের ছবি এদিন উঠে এল রিয়ার ইনস্টাগ্রাম ( Instagram) অ্যাকাউন্টে। কোথাও দেখা যাচ্ছে রিয়ার কোলে ঠেস দিয়ে বসে আছেন সুশান্ত। তো আবার কোথাও দেখা যাচ্ছে প্রেমিকের গালে চুমু খাচ্ছেন রিয়া। আর সাথে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে প্রতিদিন মিস করি’।
রিয়া চক্রবর্তী এবং সুশান্ত সিং রাজপুতে ( Sushant Singh Rajput)র এই অদেখা ছবিগুলি দেখার পরে স্বাভাবিক ভাবেই ভক্তরাও খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। কয়েক ঘণ্টার মধ্যেই এই ছবিগুলোতে ১ লাখেরও বেশি লাইক পরেছে। একজন কমেন্টে রিয়াকে আরও শক্তিশালী হতে বলেছেন। আবার এক ব্যবহারকারী লিখেছেন, ‘ঈশ্বর যেন তাঁর আত্মাকে সর্বদা শান্তি দেন। তুমি শক্ত থাকো’। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি খুব শক্তিশালী মহিলা’। আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুত আপনাকে প্রতিদিন মিস করছে’। এইভাবেই কমেন্ট বক্সে নিজের প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও রিয়া ( Rhea Chakraborty)র প্রতি ভালোবাসা ব্যক্ত করছেন নেটিজেনরা।
View this post on Instagram