“যারা বেইমানি করে না!”, কাছের মানুষদের প্রশংসা করেও, কাকে ইঙ্গিতে ধুয়ে দিল মিঠাই?

মন্টি শীল, কলকাতা : সাধারণত বাংলা তথা বাঙালি দর্শকদের কাছে বিনোদনের এক এবং অন্যতম দুনিয়া হিসেবে পরিচিত টলিউড (Tollywood)। আর বিনোদনের এই অন্যতম দুনিয়াকে কেন্দ্র করে সমগ্র দর্শক মহল দিনভর ভীষণ ভাবে উৎসাহিত হয়ে থাকেন। যার অন্যতম কারণ হল বাংলা সিনেমা এবং অবশ্যই বাংলা ধারাবাহিক (Bengali Serial)। কিন্তু সম্প্রতি বিনোদনের এই দুই বিশেষ অংশ বাদে আরও একটি বিষয় নিয়ে দর্শক মহলে কৌতূহলের জন্ম নিয়েছে, যা হল তারকাদের ব্যক্তিগত জীবন। আর এই জনপ্রিয় আলোচিত টেলি তারকাদের মধ্যে একজন অন্যতম নাম হল অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী সাধারণত বাংলার ঘরে ঘরে মিঠাই (Mithai) নামে পরিচিত। আর সম্প্রতি এই মিঠাই-এর সম্পর্কে সমগ্র নেট দুনিয়া জুড়ে এক বিশেষ আলোচনার সূত্রপাত ঘটেছে। আর সেটি হল, উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায় (Adrit Roy) এর মধ্যে তৈরি হওয়া সম্পর্কের কাহিনী। কিন্তু দিন কাটতে না কাটতেই এই গল্পেও আসে নতুন টুইস্ট। প্রচারিত হয় মিঠাই ধারাবাহিকের এক অন্যতম অভিনেত্রী ‘কৌশাম্বী চক্রবর্তী’-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন উচ্ছে বাবু ওরফে আদৃত। যার দরুন কিছু দিনের মধ্যেই অভিনেতা আদৃত এবং অভিনেত্রী সৌমিতৃষা-র মধ্যে বন্ধুত্ব বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় টলিউডে।

15c42

তবে সম্প্রতি যেই ঘটনাটি ঘটল তা দেখার পর রীতিমতো হতবাক হয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা-র অনুরাগী মহল। ইদানিং সোশ্যাল মিডিয়াতে মিঠাই রানীর করা একটি পোস্টে দেখা গিয়েছে, অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন তার নিকটতম বন্ধু সায়ক (Sayak Chakraborty)। ছবিতে দুজনের মুখেই উজ্জ্বল হাসি স্পষ্ট। অভিনেত্রীর করা এই পোস্টে তার বন্ধু সায়ক-কে উদ্দেশ্যে করে একেবারে প্রসংশায় ভরিয়ে দিয়েছেন মিঠাই। অভিনেত্রীর বক্তব্য, ‘কিছু কিছু বন্ধু ভাগ্য করেই মেলে। যারা বিনা স্বার্থে বন্ধুর জন্য সব কিছু করতে পারে।’

শুধু তাই নয়, অভিনেত্রী বন্ধু সায়ক-কে উদ্দেশ্য করে বলেছেন, ‘যারা বন্ধুর সঙ্গে বেইমানি করেন না, বিশ্বাসঘাতকতা করেন না। বন্ধুর অনুপস্থিতিতে সুখ্যাতি করেন তারা, প্রকৃত অর্থে বন্ধু।’ অভিনেত্রীর করা এই পোস্ট মুহূর্তের মধ্যে নেট দুনিয়াতে ভীষণ ভাইরাল হয়েছে। তবে একটা বিষয় নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, আর সেটা হল, অভিনেত্রী কেন তার এই পোস্টে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ‘বেইমানি’ শব্দটির উচ্চারণ করলেন। তবে কি উচ্ছেবাবুর সঙ্গে সত্যি সত্যি দূরত্ব তৈরি করলেন মিঠাই? নাকি নতুন সম্পর্কের সূচনা করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু? যাই হোক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা গড়া নিয়ে যে ফের একবার নতুন কাহিনী উপস্থাপিত হল তা বলাই যায়।




Leave a Reply

Back to top button