“নিজস্ব মেশিন আছে!”, তিন তিনবার বিচ্ছেদের পর কোন মেশিনের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী?

টলিপাড়ার একাধিক জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের সিনেমা নিয়ে যতটা জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। ততটাই নিজের জীবনের ব্যাক্তিগত সম্পর্কের জেরে ঠিক ততটাই বিতর্কের মাঝে চাপা পড়েছেন তিনি। তবে এই বিষয় অস্বীকার করা যায় না যে, সিনেপাড়ায়  একটা বিরাট সময় পর্যন্ত নিজের দক্ষতার জেরে একচেটিয়া প্রভাব বজায় রেখেছিলেন শ্রাবন্তী। 

তবে সময়ের হাত ধরে তাঁর দক্ষতা নয়, ব্যাক্তিগত পরিসরে নেওয়া পদক্ষেপের জেরে বারংবার মানুষের জেরার মুখে পড়েন অভিনেত্রী। কখনও তিন তিনবার বিয়ের জেরে ট্রোল, কখনও কোনও অবলা প্রাণীকে শিকল দিয়ে বেঁধে রাখার দরুন নেটিজেনদের ক্ষোভ। বলা চলে বছরে প্রায় প্রতিটা দিনই নানা বিতর্কের জেরায় জেরবার হয়ে থাকেন শ্রাবন্তী। 

উল্লেখ্য, কিছু মাস আগেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী। পাহাড়ে কোলে দাঁড়িয়ে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবির সঙ্গেই তিনি লেখেন, “আমাদের সকলের নিজস্ব টাইম মেশিন রয়েছে।” অভিনেত্রী মুখে এই প্রকার বক্তব্যে অবাক হয়ে পড়েন নেটিজেনরা। যার বাস্তব অস্তিত্ব নেই, এমন এক বস্তু নিয়ে অভিনেত্রীর মুখে মন্তব্য শুনে অনেকটাই অবাক হয়ে পড়েন অভিনেত্রী অনুরাগীরা।  

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

এক সাক্ষাৎকারে নিজের প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা হিসাবে পাহাড়ের কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, সময় পেলেই কাউকে না জানিয়েই পাহাড়ে চলে যান অভিনেত্রী। হামেশাই নানা বিতর্কের মধ্যমণির এই ভালবাসা শুনে বেশ আপ্লুত হয়ে উঠেছিলেন অনুরাগীরা। তিন তিনবার বিয়ের পিঁড়িতে বসা অভিনেত্রী আপাতত সিঙ্গেল মাদার। নিজের ছেলেকে নিয়েই সুখের সংসার তাঁর। আর মাঝে মধ্যে ছেলেকে নিয়ে পাহাড়ে বেরিয়ে আসেন তিনি। এবার অবশ্য একাই সেই  দিকে রওনা দিয়েছিলেন তিনি। তাঁর পোস্ট করা ছবিটিতে দেখা গিয়েছে, কালো টপ এবং তাঁর সঙ্গে নীল রঙের হট প্যান্ট পরনে বেশ হাসিখুশি মেজাজে দেখা গিয়েছে নায়িকাকে। নিজের মতোই পাহাড়ের কোলে আনমনে ঘুরে বেরিয়েছেন তিনি।




Leave a Reply

Back to top button