কেচ্ছায় ভরা জীবন! শ্রীদেবী ছাড়াও এই অভিনেত্রীদের সঙ্গেও রাত কাটিয়েছেন মিঠুন চক্রবর্তী

রাখী পোদ্দার, কলকাতা : মিঠুন চক্রবর্তী। যার শুধু নামটাই যথেষ্ট তাঁকে চিনে নেবার জন্য। টলিউড ( Tollywood) হোক কিংবা বলিউড ( Bollywood) একসময় দুটো ইন্ডাস্ট্রিতেই রাজ করেছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty) এমন একটি নাম যাকে ভালোবাসার লোকের অন্ত নেই। সেই সময় তাঁর প্রেমে পাগল ছিল অনেকেই। শোনা যায় বহু অভিনেত্রীও নাকি নিজেদের মন দিয়ে বসেছিলেন এই অভিনেতাকে। মিঠুনের বিখ্যাত সিনেমা ‘ডিস্কো ডান্সার’ ( Disco Dancer) এর বিখ্যাত সেই গান ‘জিমি জিমি’ আজও রয়ে গিয়েছে মানুষের মণিকোঠায়। শুধু সিনেমার জন্য নয় নিজের ব্যক্তিগত জীবনের জন্যও বারংবার তাঁর নাম উঠে এসেছিল শিরোনামে। জানা যায়, ব্যক্তিগত জীবনে বহু অভিনেত্রীর সাথে নাম জড়িয়ে ছিল তাঁর। তাঁদের মধ্যে অন্যতম চর্চিত নাম হল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ( Sridevi)র নাম।
তবে মিঠুন এবং শ্রীদেবীর সম্পর্ক বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। এর পিছনে ছিল একটাই কারণ। আর সেই কারণ হল তখন মিঠুন চক্রবর্তী ছিলেন বিবাহিত। শ্রীদেবীর সাথে সম্পর্কে জড়ানোর আগে মিঠুন চক্রবর্তী বিয়ে করেন যোগিতা বালি ( Yogita Bali)কে। যোগিতা বালি ছিলেন কিশোর কুমারের তৃতীয় স্ত্রী। এই বিয়ে মোট দুই বছর স্থায়ী হয়েছিল। মিঠুনের সাথে সম্পর্কের জেরে কিশোর কুমার এবং যোগিতা বালি হয়ে যান আলাদা।
জানা যায় যোগিতার সাথে বিয়ের পর নাকি শ্রীদেবীর সাথে সম্পর্কে জড়ান মিঠুন ( Mithun Chakraborty)। এমনকি সবাইকে লুকিয়ে বিয়েও করে নেন তাঁরা। তবে সেই সময় যোগিতা ( Yogita Bali) মিঠুনকে হুমকি দিয়েছিলেন, যে তিনি যদি শ্রীদেবী এর সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে তিনি আত্মহত্যা করবেন। একটি সাক্ষাৎকারে শ্রীদেবী ( Sridevi) এর সঙ্গে গোপন বিয়ের কথা স্বীকার করেছিলেন মিঠুন। তবে যোগিতা বালি প্রথম সেই নারী নন যে কিনা মন কেড়েছিল মিঠুনের। যোগিতা বালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেও অপর এক নারীকে বিয়ে করেছিলেন তিনি।
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুদাই’ ছবির অভিনেত্রী হেলেনা লিউকই ( Helena Luke) হলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী। হেলেনা ৭০ এর দশকের একজন ফ্যাশন আইকন ছিলেন। অনেক ছবিতে সাইড রোলও করেছেন তিনি। তবে এই বিয়ের কথা অনেকেরই নিশ্চয় জানা ছিল না। লুকিয়েই বিয়েটা সেরেছিলেন মিঠুন ও হেলেন। কিন্তু তাঁদের সংসার টেকেনি। মাত্র ৪ মাস পর ভেঙে যায় দুজনের দাম্পত্য জীবন। হেলেনার সঙ্গে বিচ্ছেদের পর যোগিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা। মিঠুন ও হেলেনা দুজনেই স্বীকার করেছিলেন বিয়ের কথা।