TRP List : বিপদে মিঠাই! চমকে দিয়ে ‘গৌরী এল’, শেষমেশ টিআরপি তালিকায় কি হাতছাড়া শীর্ষ স্থান?

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক অন্যতম দুনিয়া টলিউড (Tollywood)-কে কেন্দ্র করে দর্শক মহলে ভীষন রকমের উৎসাহ নজরে এসেছে। যার অন্যতম কারণ হল বাংলা টেলিভিশন জগতের একাধিক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial)। ইদানিং এই বাংলা ধারাবাহিক দর্শকদের উদ্দেশ্যে একের পর এক টুইস্ট নিয়ে হাজির হচ্ছে টেলিভিশনের পর্দায়। আর ঠিক তার অপর দিকে দর্শক মন্ডলি নিজেদের সমস্ত কাজ শেষ করে অবসর সময়ের টেলিভিশনের সামনে বসে পড়ছেন বিনোদনের রসদ পেতে।
তবে দর্শকদের বিনোদন প্রদান করার সঙ্গে সঙ্গে চলে ধারাবাহিক গুলির মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতার। আর যার প্রতিফলন দেখা যায় বাংলা টেলিভিশনের টিআরপি তালিকাতে (TRP List)। বিগত কয়েক সপ্তাহ যাবত টেলিভিশনের পর্দায় কিছু বিনোদন মুলক সম্প্রচার চলার দরুন কিছুটা জনপ্রিয়তা ক্ষয় করেছিল বাংলা ধারাবাহিক (Bengali Serial)। কিন্তু সম্প্রতি ফের একবার নিজের স্থান অর্জন করতে সক্ষম হয়েছে বাংলা তথা বাঙালির বিনোদনের এই অন্যতম মাধ্যম। বিগত কয়েক সপ্তাহ যাবত বেশ কঠিন লড়াই চোখে পড়েছে এই বাংলা ধারাবাহিক গুলির মধ্যে।
যাদের মধ্যে এক অন্যতম নাম হল মিঠাই (Mithai)। টেলিভিশনের এই জনপ্রিয় ধারাবাহিক বেশ কিছু সপ্তাহ ধরে শীর্ষ স্থান অর্জন করে রেখেছিল। কিন্তু এরপর সেই শীর্ষ স্থানে উঠে আসে জনপ্রিয় বাংলা ধারাবাহিক গাঁটছড়া (Gantchora)। তবে গত সপ্তাহে এই তালিকায় কিছু পদ পরিবর্তন ঘটে, গাঁটছড়া তার শীর্ষ স্থান খুইয়ে ফেলে এবং তাঁর স্থানে উঠে ফের একবার উঠে আসে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। তবে সম্প্রতি প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) যাতে দেখা গিয়েছে এই সপ্তাহেও নিজের শীর্ষ স্থান ধরে রেখেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই (Mithai)। যার প্রাপ্ত নম্বর ৭.৮। শুধু তাই নয় এই তালিকায় দ্বিতীয় স্থানেও এক উল্লেখ যোগ্য পরিবর্তন দেখা গিয়েছে।
তালিকায় অর্জন করেছে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৌরী এল (Gouri Elo) এবং গাঁটছড়া (Gantchora)। যাদের প্রাপ্ত নম্বর ৭.৩।উল্লেখ যোগ্য ভাবে এই তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলা ধারাবাহিক ধুলোকণা (Dhulokona)। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মন ফাগুন। পঞ্চম স্থানে রয়েছে আলতা ফড়িং। তবে শুধু মাত্র প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করাটাই মুল লক্ষ্য নয়। এই বাংলা ধারাবাহিকগুলির মূল লক্ষ্য হল জনপ্রিয়তার নিরিখে তালিকার প্রথম ধারাবাহিকের মধ্যে নিজের স্থান ধরে রাখা। যার ষষ্ঠ স্থানে রয়েছে লক্ষী কাকিমা সুপারস্টার, সপ্তম স্থানে রয়েছে উমা, অষ্টম স্থানে উঠে এসেছে এই পথ যদি না শেষ হয়, নবম স্থানে রয়েছে খেলনা বাড়ি এবং দশম স্থানে বাংলা ধারাবাহিক লালকুঠি। তবে এই তালিকা অনুযায়ী বোঝা যাচ্ছে এই বাংলা ধারাবাহিককে কেন্দ্র করে হাজারো কটূক্তি অথবা বিতর্ক