ভাইজানের দাদাগিরি! ‛তোমার ছেলেকে রাস্তায় নাচাব’, বলে শক্তি কাপুরকে হুমকি সলমনের

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউডের একজন অতন্ত্য জনপ্রিয় অভিনেতা বলিউডের ভাইজান সলমান খান ( Salman Khan )। তাঁর অভিনয় জীবনে যেমন তিনি অর্জন করেছেন তাঁর একাধিক ভক্ত। তেমনি বিভিন্ন সময় তাঁর করা কিছু কাজের জন্য বদনামও হয়েছেন দর্শকের কাছে। ভাইজান বলিউডকে উপহার দিয়েছেন অনেক নতুন মুখ। বলিউডে এমন আনেক অভিনেত্রী আছেন যারা সলমান খানের হাত ধরেই শুরু করেছেন তাঁদের অভিনয়ের ক্যারিয়ার।

বলিউডের আরও একজন জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর। কমিডিয়ান থেকে ভিলেন সব রকম অভিনয় করতেই দেখা গেছে তাঁকে। তবে ৮০-৯০ দশকে বলিউডে বেশির ভাগ ভিলেনের চরিত্র করতে দেখা যেত শক্তি কাপুরকে। তবে কাজের মাধ্যমে ভাইজানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে শক্তি কাপুরে ( Salman Khan Shakti Kapoor )। তাঁর এই অভিযোগগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চোখে পরেছে।

img 20220616 171433

এমনকি সলমান খানের রিয়ালিটি শো বিগ বস নিয়েও আপত্তি তুলেছিলেন শক্তি কাপুর। শক্তি কাপুর বিগ বসের একটি পর্ব শেষে সালমানের বিরুদ্ধে অভিযোগও তুলেছিলেন শক্তি ( Salman Khan Shakti Kapoor )। অভিযোগ করেন সলমান মেয়েদের গায়ে হাত তোলেন। ওই ‘রিয়েলিটি শো’তে কে জিতবেন সেটিও নাকি নির্ধারণ করে দেন স্বয়ং সলমান। ‘বিগ বস’-এর পঞ্চম আসরে রানার আপ হওয়া অভিনেত্রী মেহাক চাহালকে নিয়েও সালমান খানের দুর্বলতার কথা জানিয়েছিলেন তিনি।

 

এক আসরে সালমানের বাড়িতে অনেক অভিনেতা অভিনেত্রী আমন্ত্রিত হলেও সালমানের আমন্ত্রণ পাননি শক্তি কাপুর ( Salman Khan Shakti Kapoor )। সে সময় এক সংবাদমাধ্যমকে শক্তি কাপুর এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, সালমানের বাড়িতে নিমন্ত্রণ পেলেও যেতেন না তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন, সলমানের বাড়ি নাকি শক্তি কাপুরের রান্নাঘরের চেয়েও ছোট।

img 20220616 171311

এত তিক্ততা শর্তেও এক সময় পর্দায় জমেছিল তাঁদের দুই জনের মধ্যের রসায়ন। তাঁদের বন্ধুত্ব ও তিক্ততার কথা তুলে ধরেছিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। একটি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছিল এই দুই অভিনেতার ( Salman Khan Shakti Kapoor ) বন্ধুত্ব ও তিক্ততার গল্প। আর সেই প্রতিবেদনে দাবি করা হয়, সলমান খান নাকি এক সময় শক্তির ছেলেমেয়েকে রাস্তায় নাচানোর হুমকি দিয়েছিলেন।

img 20220616 171506

ওই প্রতিবেদনটিতে বলা হয়, ছোট বেলায় শক্তি কাপুরের জন্য খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সালমান খানকে। বলিউড চলচ্চিত্রের প্রযোজক সেলিম খানের ( Salman Khan Shakti Kapoor ) বাড়িতে মদ্যপানের আসরে বসতেন শক্তি কাপুর। সন্ধ্যার পরে বসা সেই আসরগুলোতে ডাকা হতো সালমান খান, আরবাজ খান এবং সোহেল খানকে। সেখানে তাঁদের নাচার জন্য জোরাজুরি করতেন শক্তি। এই কারণেই সেই সময় শক্তি কাপুরকে সরাসরি হুমকি দিয়েছিলেন সালমান।

যদিও, সেটি হুমকি পর্যন্তই সীমাবদ্ধ ছিল। শক্তি কাপুরের ( Salman Khan Shakti Kapoor ) ছেলে সিদ্ধান্তকে কখনো এমন পরিস্থিতিতে ফেলেননি ভাইজান। তবে, বড় পর্দায় অভিষেক করানোর কথা দিয়েও সিদ্ধান্তের কাছে সেই কথা রাখেননি সালমান।




Leave a Reply

Back to top button