আপনার ক্যারিয়ারে এবার হবে সূর্যোদয়! ঘুরবে ভাগ্যের চাকা, একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ শুক্রবার, সকাল সকাল কর্মক্ষেত্রে বেরোনোর আগে জানতে চান কার ভাগ্যে খুলতে চলেছে সৌভাগ্যর দরজা। কে হবেন বিপুল সম্পদের মালিক? কোন জাতকের ভাগ্যে রয়েছে বিপুল অর্থলাভের যোগ। কোন জাতকের সাংসারিক জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ শুক্রবার (Friday), ১৭ ই জুন (২ রা আষাড়) ২০২২, দেখে নিন আপনার আজকের রাশিফল (Today’s Horoscope)।

• বৃষ রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের কর্মক্ষেত্রে রয়েছে বিপুল উন্নতির যোগ। বিভিন্ন পথে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। পাবেন শাসন ক্ষমতার বিপুল সমর্থন। কর্মসূত্রে পরিবারের সদস্যদের থেকে দুরে যেতে হতে পারে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্য সম্মত বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। গৃহ নির্মাণের দরুন মানসিক সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে।

17c12

• তুলা রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের জীবনের কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সুদিন। শিক্ষার্থীদের জন্য আসতে চলেছে এক দারুণ সুযোগ। যে কোনও কাজে জন্য মনে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে তবে কাজের প্রতি ধৈর্যের অভাব লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক সম্পত্তি পেতে পারেন। বুদ্ধির জোরে কোনও কাজ সম্পূর্ণ করার দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান সংগঠিত হতে পারে।

• ধনু রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের কর্মক্ষেত্রে আসতে পারে আমূল পরিবর্তন। চাকরি ক্ষেত্রে রয়েছে পদোন্নতির যোগ। কাজের প্রতি ধৈর্য রাখা আবশ্যিক। আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আর্থিক ব্যায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কথাবার্তা , বাক্যালাপ দরুন মাধুর্য থাকা আবশ্যিক। শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়তে হতে পারে।

17c13

• বৃশ্চিক রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের কাজে লক্ষ্য করা যেতে পারে আত্মবিশ্বাসে পরিপূর্ণ। ব্যবসায়ে জটিলতা তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর সহায়তায় গুরুতর বিপদ থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে রয়েছে পদোন্নতির যোগ।

• কুম্ভ রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের কর্মসূত্রে পরিবারের সদস্যদের থেকে দুরে যেতে হতে পারে। সামাজিক কাজের দরুন মান-সম্মান বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। আর্থিক সহায়তা পাওয়ার যোগ দেখা যাচ্ছে। কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষা অথবা চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক আয় বৃদ্ধির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।




Leave a Reply

Back to top button