অভিনয়ের দক্ষতা নেই! পেটে খাবার জোগাতে শরীরকেই বিক্রি করছেন যে বলি তারকারা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগৎ, বিশেষত বলিউড বেশ কিছু দিন যাবত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যার অন্যতম কারণ হল বলিউড অভিনেত্রীরা (Bollywood Actress)। আর এই বলিউড অভিনেত্রীরা বিনোদনের এই জগতের একাধিক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে অবস্থান করেন। যার অন্যতম কারণ হল অভিনেত্রীদের পোশাক পরিধান (Fashion Segment)। সাধারণত বিনোদন জগতের চিত্র সাংবাদিক এবং নেট দুনিয়ার বাসিন্দাদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যায় অভিনেত্রীদের আজব সব পরিহিত পোশাককে কেন্দ্র করে।
নেট দুনিয়ায় তাদের ওই ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই তার প্রসংশা করলেও বেশীর ভাগ নেটিজেনরাই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স ভরিয়ে দেন বিভিন্ন রকমের নেতিবাচক মন্তব্যে। তবে এই বিতর্কে শুধুমাত্র সামিল নন বড় পর্দার অভিনেত্রীরা, বর্তমানে তাদের পায়ে পা মিলিয়েছেন টেলিভিশন জগতের অর্থাৎ হিন্দি ধারাবাহিক জগতের একাধিক পরিচিত অভিনেত্রীরা। একনজরে দেখেননি সেই অভিনেত্রী দের যারা তাদের পোশাকের দরুণ নেটিজেনদের তীব্র কটূক্তির শিকার হয়েছেন,

• মৌণী রায়

17c32
টেলিভিশন তথা হিন্দি ধারাবাহিকের জগতে একজন জনপ্রিয় এবং পরিচিত মুখ হিসেবে পরিচিত অভিনেত্রী মৌণী রায় (Mouni Roy)। তবে শুধুমাত্র ধারাবাহিক নয়, সম্প্রতি বেশ কিছু বলিউড সিনেমাতেও এই অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই জনপ্রিয় অভিনেত্রীর একটি বিতর্কিত মুহূর্ত সামনে আসে। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী একটি লং ড্রেস পরে গাড়ি থেকে নামছেন।কিন্তু নামার পর অভিনেত্রী চিত্রগ্রাহকদের সামনেই নিজের পোশাক ঠিক করতে শুরু করেন। যার জেরে বিভিন্ন নেতিবাচক মন্তব্য আসতে থাকে অভিনেত্রী মৌণী রায়-কে কেন্দ্র করে।

• উরফি জাভেদ

17c33
সোশ্যাল মিডিয়াতে এক জনপ্রিয় ভাইরাল সেনসেশন হিসেবে পরিচিত অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। নেট দুনিয়ায় প্রায়সই এই অভিনেত্রীকে দেখা যায় তার পোশাক নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে। যার দরুন একাধিকবার বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তাকে। সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন যাতে দেখা গিয়েছে, অভিনেত্রীর পুরো পোশাক জুড়ে রয়েছে একাধিক সেফটিপিন। নেটিজেনরা তার এই ছবি দেখা মাত্রই কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন।

• দেবলীনা ভট্টাচার্য

17c31
অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) টেলিভিশনের দর্শক তথা নেট দুনিয়ার এক অন্যতম জনপ্রিয় তথা পরিচিত মুখ। অভিনেত্রী সর্ব প্রথম দেখা গিয়েছিল টেলিভিশন জগতের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’-তে। ধারাবাহিকে তার গোপী বহুর চরিত্র দর্শকদের কাছে অতিব আলোচনার বিষয় ছিল। তবে সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে কটূক্তির শিকার হয়েছেন। জানা গিয়েছে, অভিনেত্রী তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিতর্কিত নাচের ভিডিও পোস্ট করেন। যেখানে অভিনেত্রীকে অশালীন অঙ্গ ভঙ্গিমায় নাচ করতে দেখা যায়। যা দেখার পর নেটিজেনরা অভিনেত্রীকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নেতিবাচক কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেন।




Leave a Reply

Back to top button