টেলিপাড়ায় আবার ত্রিকোণ প্রেম! মিঠাই-আদৃতের পর গৌরবকে নিয়ে টানাটানি অর্কজা-ইধিকার

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সম্প্রতি বিনোদনের এই বিশেষ জগৎ-কে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহের অন্ত নেই। প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন সিনেমা এবং ধারাবাহিক দর্শক মহলকে বিনোদনের রসদ সরবরাহ করে চলেছে এই টলিউড। তবে সম্প্রতি এরই সঙ্গে সঙ্গে এক দর্শক মহলে এক নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর তা হল টলি তারকাদের মধ্যে গড়ে ওঠা নতুন সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জন। যার তালিকায় প্রথমেই নাম রয়েছে জনপ্রিয় ধারাবাহিক পিলু খ্যাত অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।
বিগত বেশ কিছু দিন যাবত বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল যে, অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) এর সঙ্গে অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul) এক নতুন সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও এই তথ্য এর আগেও অভিনেতার সম্পর্কে বহুবার প্রচারিত হয়েছিল। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একসময় ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অর্কজা আচার্য (Arkaja Acharya) এর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল টলিউডে। এমনকি ‘গাঁটছড়া’ খ্যাত অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গেও তৈরি হওয়া সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।
তবে সম্প্রতি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা গিয়েছে এই টেলি অভিনেতা কার্যত কটাক্ষ প্রকাশ করলেন। যার অন্যতম কারণ হল, টেলি জগতের একাধিক অভিনেত্রীদের সঙ্গে অভিনেতার নাম জড়ানো হচ্ছিল। আর এই দিনের পোস্ট করা ভিডিওর মাধ্যমে অভিনেতা এক প্রকারের ক্ষোভ প্রকাশ করলেন। শুধু তাই নয়, এই টেলি অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কথায় কথায় তার সম্পর্কে এক ত্রিকোণ প্রেমের কাহিনী উদ্ঘাটিত হচ্ছে। তিনি যদি অভিনেতা না হয়ে একজন প্রযোজক হতেন তাহলে তিনি এই বিষয়ের উপর নির্ভর করে একটি সিনেমা তৈরি করতেন।’
শুধুমাত্র এইটুকুই নয়, অভিনেতা বলেছেন, ‘দর্শক মহল সমস্তটা বোঝেন। তাদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন হয় না।’ যদিও এই সম্পর্কের গুঞ্জন শোনা মাত্রই তীব্র বিরোধিতা করেছেন অভিনেত্রী ইধিকা পাল-ও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘মাঝে মধ্যেই চতুর্দিকে বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যায়। তবে তিনি মনে করেন অভিনেতা গৌরব রায় চৌধুরী তার একজন খুব ভালো বন্ধু। কিন্তু কিছু কিছু লোক এই বন্ধুত্বের সম্পর্কটাকে কলুষিত করার চেষ্টা করছেন।’ কিন্তু সমালোচকদের মতে, বিনোদন জগতে তারকাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন আগেও ছিল বর্তমানেও রয়েছে। তবে এর জেরে বিনোদন জগৎ যে রীতিমতো আলোচিত তা বলাই যায়।