ফিরবে পুরানো ভালবাসা! ভাগ্যের চাকা ঘুরে এই রাশির জাতকদের জীবনে আসবে প্রেমের ছোঁয়া

মন্টি শীল, কলকাতা : সম্পর্কের টানাপোড়েন নিয়ে জর্জরিত রয়েছেন? আপনার জীবনে প্রকৃত প্রেমের সন্ধান করছেন। অথবা জানতে চান কেমন কাটবে আপনার দাম্পত্য জীবন? কার জীবনে ফিরে আসতে চলেছে প্রকৃত? এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ শনিবার (Saturday), ১৮ ই জুন (৩ রা আষাড়) ২০২২, দেখে নিন আপনার আজকের রাশিফল (Today’s Horoscope)।

• মেষ রাশি
আজ এই জাতকরা তাদের ভালোবাসার মানুষের ঠিকানা খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। আপনার সঙ্গীর বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারবেন। উপহারের দরুন নিজের ভালোবাসার মানুষটির মন জয় করতে পারবেন। পরস্পরের সহযোগিতার দরুন জটিল কাজে সফলতা অর্জন করবেন।

• বৃষ রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের ভালোবাসার সম্পর্ক আরো মজবুত এবং অটুট হবে। ছোট খাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রী-র মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার ভালোবাসার মানুষটির জীবনের গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করতে পারবেন।

18c12

• মিথুন রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের মাত্রাতিরিক্ত ক্ষোভে দরুন সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। নতুন সম্পর্কের দরুন মনের ভিতরে অস্থিরতা দেখা দিতে পারে। প্রেমে দম্ভ অথবা অহংকার না প্রকাশ করাই শ্রেয়। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে।

• কর্কট রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের দাম্পত্য জীবনে এক নতুন মোড় আসতে চলেছে, হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনাও। ভ্রমণের দরুন স্বামী স্ত্রী-র সম্পর্ক আরও মজবুত হবে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। ভালোবাসার সঙ্গীর সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ আসতে পারে।

• সিংহ রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের ভালোবাসার জীবন হতে চলেছে খুবই স্মরণীয়। ভালোবাসার প্রিয় মানুষের সঙ্গে দিনের সেরা মুহূর্ত কাটাবার সুযোগ পাবেন। ভালোবাসার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে।

• কন্যা রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের ভালোবাসার মানুষটির সঙ্গে ছোট খাটো বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। পারিবারিক সমস্যার প্রভাব পড়তে পারে আপনার সম্পর্কের উপর। ছোট খাটো বিষয় নিয়ে তৈরি বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়।

18c13

• তুলা রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকরা তাদের নিজের ভালোবাসার সম্পর্ককে আরও মজবুত এবং অটুট করার চেষ্টা করবে। নিজের সঙ্গীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে আরও উন্নতির যোগ রয়েছে।

• বৃশ্চিক রাশি
আজ আপনার ভালোবাসার মানুষটির উপর ক্ষোভ প্রকাশ হতে পারে। সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসা মজবুত এবং অটুট করার চেষ্টা করবেন। যে কোনও কাজ সতর্কতা এবং বুদ্ধি বিবেচনার সহিত কথাটাই সমীচীন যাতে সম্পর্ক অটুট থাকে।

• ধনু রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের প্রিয়জনের কাছ থেকে বিচ্ছেদ হওয়ার যোগ রয়েছে। বিচ্ছেদ হওয়া ভালোবাসার সম্পর্কে আবারও নতুন মোড় আসতে পারে। জীবনে নতুন প্রেমের পরশ পেতে পারেন।

• মকর রাশি
আজ আপনার ভালোবাসার সম্পর্কের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। সম্পর্কে বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখাটা অতি জরুরী। দাম্পত্য জীবনে মধ্যম বর্গীয় ফল দেখা যেতে পারে। নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কম রয়েছে।

• কুম্ভ রাশি
আজ আপনার ভালোবাসার সম্পর্কের দরুন জীবনে বৃহৎ পরিবর্তন আসতে চলেছে। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। দাম্পত্য জীবনে বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্কতা অবলম্বন করা আবশ্যিক। সম্পর্কে উন্নতির যোগ রয়েছে।

• মীন রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের ভালোবাসার সম্পর্কের জন্য বিশেষ ভাবে অনুকূল। নতুন সম্পর্কের যোগসূত্র স্থাপন হতে পারে। বিচ্ছেদ হওয়া ভালোবাসার সম্পর্কে ফের একবার নতুন সূচনা হতে পারে। ভালোবাসার সম্পর্ক আরো মজবুত এবং অটুট হবে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে।




Leave a Reply

Back to top button