গুটি খানেক সিনেমা করে বন্ধ কাজ! দক্ষতা থাকলেও সিনেপাড়া থেকে হারিয়ে গেছে ঋত্বিকা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ঋত্বিকা সেন ( rittika sen ) । বরবাদ ছবি থেকে শুরু করে অন্যান্য অনেক ছবিতেই তার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। প্রসঙ্গত পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমেই টলিউডে পা রেখেছিলেন ঋত্বিকা। আর তার অভিনয়ের দ্বারা দর্শকদের মন জিতেছিলেন তিনি। এরপর অবশ্য আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয় নি। বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে হঠাৎই কিভাবে বদলে গেল তাঁর ভাগ্যের চাকা? কেন বর্তমানে নামি পরিচালকদের ছবির তালিকায় আর দেখা যাচ্ছে না ঋত্বিকাকে ( why rittika sen doesn’t get any movie from the a list director ) ?
একসময় শ্রীভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মসের মতো একাধিক বড় প্রযোজনার সংস্থার ছবিতে প্রায়ই দেখা মিলত ঋত্বিকার। তবে এখন কেন বড় পরিচালকদের তালিকায় নেই তার নাম? এই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান বড় পরিচালকের থেকে ভালো গল্পের খিদেই তাঁর বেশি। আর এই কারণেই যে তাঁকে ভালো গল্প, চিত্রনাট্য দেবেন, তিনি তার সাথে কাজ করবেন। মনের মতো কাজ না পেলে কোন বড় প্রযোজনার তরফ থেকে হলেও তিনি সে কাজ করবেন না বলেই জানান অভিনেত্রী।
পূর্বেও অনেক ভালো ছবি যেমন ‘আরশি নগর’, ‘শাহজাহান রিজেন্সি’ প্রভৃতিতে অভিনয় করেছেন ঋত্বিকা। এমনকি তার কাছে এখনও অনেক সফল ছবি রয়েছ। কিন্তু ২০২১ সালে ‘মিস কল’ ছবির পর আর কোনও প্রথম সারির প্রযোজনা সংস্থার ছবিতে দেখা মেলেনি তাঁর। কিন্তু এত কিছুর পরও পিছিয়ে পড়ার ভয় বিন্দুমাত্র নেই ঋত্বিকার। তাঁর কথায় কাজের ভিত্তিতেই বিচার হয় প্রযোজনা সংস্থা বড় না ছোট। এছাড়াও ওয়েব সিরিজে কাজ না করা নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। তাঁর কথায় সাহসী চরিত্রে তিনি ভয় পান না তবে চিত্রনাট্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে হবে সেই চরিত্রকে।
প্রসঙ্গত আগামী ১৮ জুলাই মুক্তি পেতে চলেছে ঋত্বিকার নতুন ছবি। ছবিটির নাম হল ‘প্রথম বারের প্রথম দেখা’। ছবিতে ঋত্বিকাকে দেখা যাবে এক স্কুলছাত্রীর ভূমিকায়। নতুন ছবি নিয়েও মতামত পোষণ করেছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে অর্জিত সকল অভিজ্ঞতা এই ছবির ক্ষেত্রে কাজে লাগাতে চলেছেন তিনি।