আলিয়াকে ছেড়ে শ্রদ্ধা? রণবীরের নিশানায় এবার শক্তিকন্যা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত বিনোদনের জগৎ অর্থাৎ সমগ্র বলিউড জুড়ে এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেটা হল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ( Shraddha Kapoor )-এর মধ্যে নতুন জুটি হিসেবে আত্মপ্রকাশের গুঞ্জন। ইদানিং যার এক ছোট্ট নিদর্শন পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিটা কোনায়। ছবিতে একেবারে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে এই দুই জনপ্রিয় বলি তারকাদের। অবাক হলেন, খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে বলিউডের জনপ্রিয় পরিচালক লভ রঞ্জন ( Luv Rajan ) নতুন সিনেমা।

যাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ( Shradha Kapoor)-কে। সম্প্রতি এই সিনেমা সম্পর্কিত বলিউডের দুই তারকা যুগলের একটি ছবি সোশ্যাল মিডিয়া মারফত সকলের সামনে এসেছে। অনেকেরই মতে, অভিনেতা রণবীর এবং অভিনেত্রী শ্রদ্ধা-র রসায়ন অনেকের কাছেই মনোমুগ্ধকর হতে চলেছে। তবে জানা গিয়েছে, বলিউডের এই জনপ্রিয় পরিচালক লভ রঞ্জনের সঙ্গে রণবীর এবং শ্রদ্ধার প্রথম সিনেমা। অর্থাৎ প্রথম বার এই তিনমুর্তিকে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। তবে সিনেমার বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেলেও এখনও পর্যন্ত সিনেমা প্রেমিদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়নি আসন্ন বলি সিনেমার নাম।

18c31

তবে এই দুই বলি তারকাদের ছবি প্রকাশ্যে আসার পর বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে নেটিজেনদের তরফ থেকে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্তব্য করে বলেছেন, ‘রণবীর এবং শ্রদ্ধার জুটিকে একসঙ্গে খুবই মিষ্টি লাগছে।’ আবার অনেককেই বলতে শোনা গিয়েছে, ‘লভ রঞ্জনের আসন্ন সিনেমা সমস্ত হটনেশ এর রেকর্ড ভেঙ্গে দিয়েছেন।’ তবে একটা বিষয় না বললেই নয়, বলিউডের এই দুই তারকাদের যুগলবন্দি হওয়ার খবর সামনে আসতেই সিনেমা প্রেমিদের মনে এক বৃহৎ আলোড়ন সৃষ্টি করেছে। যা সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।

18c32

জানা গিয়েছে, বর্তমানে এই আলোচিত বলিউড সিনেমা ( Bollywood Cinema )-এর শ্যুটিং চলছে ‘স্পেন’-এ। শোনা যাচ্ছে, এই সিনেমাতে অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ( Shraddha Kapoor ) ছাড়াও অভিনয় করতে দেখা যেতে পারে বলিউড তারকা ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুরকে। শুধু তাই নয় সূত্র অনুসারে জানা গিয়েছে, পরিচালক লভ রঞ্জন ( Luv Rajan )-এর এই আসন্ন সিনেমাটি আগামী বছর ৮ ই মার্চ অর্থাৎ হোলির সময় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।




Leave a Reply

Back to top button