ডিম্পলকে নিয়ে ছিল টানাটানি! ঋষি কাপুরের ডিম্পলকে দেওয়া আংটি ছুড়ে ফেলে দিয়েছিলেন রাজেশ খান্না

অহেলিকা দও, কলকাতা : বলিউডে সত্তরের দশকের অভিনেতাদের মধ্যে একজন ছিলেন রাজেশ খান্না ( Rajesh Khanna )। তিনি শুধুমাত্র চলচ্চিত্র জীবনে নয় ব্যাক্তিগত জীবনের কারণেও উঠে এসেছেন বারংবার। রাজেশ খান্না বিয়ে করেছিলেন ডিম্পল কাপাডিয়াকে ( Dimple Kapadia )। তার রাজকন্যাকে কেড়ে নিতে চেয়েছিলেন অন্য কেউ ( Bollywood )। ডিম্পলের জীবনে ছিলেন আরও এক বিখ্যাত অভিনেতা, কে ছিলেন তিনি?
রাজেশ খান্নাকে বিয়ে করার আগে ডিম্পলের জীবনে ছিলেন অভিনেতা ঋষি কাপুর ( Rishi Kapoor ) । হ্যাঁ, ‘ববি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর ও ডিম্পল। এই ছবির শুটিং চলাকালীন ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। এদিকে, ঋষি কাপুরও ডিম্পলকে একটি আংটি উপহার দিয়েছেন যেই আংটি তিনি পেয়েছিলেন ইয়াসমিন নামের এক অভিনেত্রীর কাছ থেকে ( Bollywood )। এমনকি বিয়েও করতে চেয়েছিলেন ঋষি কাপুর ও ডিম্পল।
যদিও ঋষি কাপুরের বাবা কিংবদন্তি তারকা রাজ কাপুর এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন। রাজ কাপুর চাননি ঋষি কাপুর ডিম্পলকে ( Bollywood ) বিয়ে করুক। ঋষি কাপুর তার বাবার কথা এড়িয়ে যাননি। এই কারণেই এর পরে ডিম্পলের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন তিনি। এরই ফল হল ঋষি কাপুর ও ডিম্পলের বিচ্ছেদ। তবে ঋষি কাপুরের দেওয়া আংটি ডিম্পলের কাছেই রয়ে গেছে। ঋষি থেকে দূরে থাকার পর ডিম্পলের জীবনে অভিনেতা রাজেশ খান্না আসেন এবং তারা বিয়ে করেন।
এবার ডিম্পলের ( Bollywood ) আঙুলে সেই সঙ্গতি দেখে রাজেশ জিজ্ঞেস করে জানতে পারেন সেই আংটি ঋষির। অন্য নায়কের আংটি প্রেমিকার আঙুলে থাকবে ব্যাপারটা মেনে নিতে পারেননি রাজেশ খান্না। প্রায় সঙ্গে সঙ্গেই ডিম্পলের হাত থেকে আংটিটি খুলে সমুদ্রের জলে ছুড়ে ফেলে দেন তিনি। ব্যাপারটা জানতে পেরেই রাজেশের ওপর ভীষণ খাপ্পা হয়ে গেছিলেন ঋষি।