দেখতে মিষ্টি হলেও বেজায় দুষ্টু!শয়তানী বুদ্ধির দিয়েই খলচরিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন যে নায়িকারা

জয়িতা চৌধুরী, কলকাতা: বাংলা সিরিয়াল মানেই কিছু দিন পর পর লতাপাতার মতো গজিয়ে ওঠে নতুন সমস্যা বা নতুন টুইস্ট । আর সেই নতুন সমস্যা বা সমস্যা সৃষ্টিকারী শিল্পী আর কেউ নয় খোদ ধারাবাহিকের সুন্দরী খলনায়িকারা (Villain)। খল নায়িকারাই নায়ক নায়িকাদের জীবনে তৈরি হয় যতো রাজ্যের অশান্তি ও ঝুট-ঝামেলা। আর দর্শকরা যতোটা ভালোবাসা নায়ক- নায়িকাদের দেন ততোটা চোক্ষুশূল খলনায়ক-নায়িকারা। তবে আজকাল কিছু ধারাবাহিকের ভিলেনরা চুটিয়ে উপভোগ করছেন চরিত্রগুলোতে অভিনয়টি। রইল টেলিভিশনের এমনই কয়েকজন জনপ্রিয় খল নায়িকার নাম যাদের মিষ্টিমুখে সহজেই কাজ হাসিল করে নিতে এই খলনায়িকাদের জুড়ি মেলা ভার!

villains of serial

১) তন্বী লাহা রায় ( Tonni Laha Roy ) : তালিকার প্রথমেই রযেছে মিঠাই’-র তোর্সা ওরফে অভিনেত্রী তন্বী লাহা রায়। সিরিয়ালে তিনি মিঠাইরানির এই ‘বড় জা’। এই চরিত্রে বেশ কিছু শেড রয়েছে। এ প্রসঙ্গে এ সাক্ষাত্কারে তন্বী জানিয়েছেন তোর্সার চরিত্রে অনেকগুলি স্তর রয়েছে যেটা তাকে খুব টানে। আর এই চরিত্র করতে গিয়ে তিনি অনেক মানুষের ভালোবাসাও পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

২ ) আয়েন্দ্রী রায় ( Ayendri Roy ) : ষ্টার জলসার ( Star Jalsha ) ‘আলতা ফড়িং’ ( Alta Foring ) ধারাবাহিকের খলনায়িকা পৌষালী সিরিয়ালপ্রেমীদের অপরিচিত নন। আসলে তিনি অভিনেত্রী আয়েন্দ্রী রায়। অভিনেত্রী অপেক্ষা খলচরিত্রেই বেশি পরিচিত আয়েন্দ্রী। ছোট থেকেই নাকি অভিনেত্রীর ছিল ভিলেনের চরিত্রের প্রতি বেশি আকর্ষণ। দুষ্ট চরিত্রে অভিনয় করার মজাই নাকি আলাদা।

villains of serial 1

৩ ) সৃজনী মিত্র ( Srijani Mitra ) : মিষ্টি মুখো খলনায়িকাদের মধ্যে অন্যতম ‘সোনা রোদের গান’ মেগা সিরিয়ালে শ্রেয়া চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সৃজনী মিত্র। আয়েন্দ্রীর মতো তারও নাকি বরাবরই খলনায়িকার চরিত্রই পছন্দ। তাই এমন চরিত্রে অভিনয় করতেই পছন্দ করে তিনি নিজেও।

villains of serial 2

৪ ) দেবলীনা কুমার ( Devleena Kumar ) : মহানায়ক উত্তম কুমারের ( Mahanayok Uttam Kumar ) নাতবৌ তথা অভিনেতা গৌরব চ্যাটার্জীর ( Gourab Chatterjee ) স্ত্রী দেবলীনা কুমার। বাংলা ধারবাহিকের খলনায়িকাদের তালিকায়ে নবতম সংযোজন তিনি। ষ্টার জলসার আসন্ন সিরিয়াল ‘সাহেবের চিঠি’-তে রাইমা নামের এক খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন দেবলীনা। সিরিয়ালের এই চরিত্রটা নিজেও একজন অভিনেত্রী হওয়ায় এই চরিত্র নিয়ে আরও বেশি উৎসাহিত দেবলীনা।

৫) মিশমি দাস ( Mishmee Das ) : শেষে যার নাম না করলেই নয়, এবছর ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস’ ( Sonar Songsar Award ) সেরা খলনায়িকার পুরস্কার পান ‘এই পথ যদি না শেষ হয়’ এর রিনি ওরফে মিশমি দাস (Mishmee Das)। তাঁর অভিনীত রিনি চরিত্রটি প্রথম থেকেই অত‍্যন্ত কুটিল হলেও অভিনয় গুণেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন মিশমি। খলনায়িকার চরিত্রে অভিনয় করেও যে এত ভালবাসা পাওয়া যায় তা ফের প্রমাণ করে দেন তিনি।




Leave a Reply

Back to top button