নিখোঁজ ‘খড়কুটো’-র গুনগুন! হটাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী তৃণা সাহা

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। আর এই বিনোদনের দুনিয়ার অন্যতম পরিপূরক হিসেবে দর্শক মহলে বিশেষ ভাবে জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial)। সম্প্রতি বেশ কিছু দিন যাবত দর্শকদের মাঝে ভীষণ রকম ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই বাংলা ধারাবাহিক। যার অন্যতম কারণ হল অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে স্টার জলসা-র (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘খড়কুটো’-তে (Khorkuto) ‘গুনগুন’-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

তবে বেশ কিছু দিন যাবত এই জনপ্রিয় চরিত্র গুনগুন-কে কেন্দ্র করে দর্শকদের মাঝে এক বিষন্নতার সৃষ্টি হয়েছে। কারণ, এই ধারাবাহিক অর্থাৎ খড়কুটো (Khorkuto)-এর বেশ কয়েকটি এপিসোড থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ‘গুনগুন’ ওরফে অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। যার কারণ খোঁজার জন্য রীতিমতো ব্যস্ত হয়ে গিয়েছেন টেলিভিশনের দর্শক মহল। তাদের প্রশ্ন, ‘কোথায় নিখোঁজ হয়ে গিয়েছেন গুনগুন?’ কারণ, খড়কুটো (Khorkuto) ধারাবাহিকের গল্প অনুসারে বাবা মৃত্যু শোকের দরুন ছেলে ঈশান-কে বিদেশে পাড়ি দিয়েছেন ‘গুনগুন’।

20c23

যার জেরে এক অদ্ভুত বিষন্নতার সুর বেজে ওঠেছে ধারাবাহিকের ‘মুখার্জি’ পরিবারে। তবে অভিনেত্রী এখন কোথায় রয়েছেন, কোন অবস্থায় রয়েছেন? এই সমস্ত তথ্য দর্শকদের কাছে পৌছিয়ে দিল অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)-এর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। যেখানে দেখা গিয়েছে, ‘গুনগুন’ ওরফে অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) তার নিকট বন্ধুদের সঙ্গে উইকেন্ডের ছুটি কাটাতে মত্ত। সম্প্রতি, গত শনিবার মুম্বাইয়ের জনপ্রিয় ব্যান্ড ‘সনম’ এর লাইভ স্টেজ শো ছিল যেখানে অভিনেত্রীকে তার বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে।

20c22

এর কিছুদিন আগে অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সরগরম হয়ে উঠেছিল স্বামী নীল-এর সঙ্গে কাঁটানো জামাইষষ্ঠী পর্বের পোস্ট কে কেন্দ্র করে। এরপর অভিনেত্রীর এই উইকেন্ডের পোস্ট নেট দুনিয়ায় ফের একবার আলোচনা কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তবে জানা গিয়েছে, অভিনেত্রীর ছোট পর্দা থেকে বিরতির কারণ শুধুমাত্র বন্ধুদের সঙ্গে ছুটি কাঁটানোই নয়, তার অপর কারণটি হল খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছেন ‘খড়কুটো’- গুনগুন। শোনা গিয়েছে, পরিচালক অর্জুন দত্তের আসন্ন সিনেমা ‘শ্রীমতী’-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তৃণা সাহা (Trina Saha)-কে। এই সিনেমাতে তৃণা ছাড়াও দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। গত শুক্রবার অর্থাৎ ৮ ই জুলাই মুক্তি পেয়েছে এই সিনেমাটি, যার প্রচারে এই মূহুর্তে ব্যস্ত ধারাবাহিকের সকলের প্রিয় গুনগুন।




Leave a Reply

Back to top button