“নিজের মেয়েকেই বিয়ে করতে চাই!” সম্মানের কথা চিন্তা না করেই অকপট স্বীকারোক্তি মহেশ ভাটের

মন্টি শীল, কলকাতা : বিতর্ক এবং গসিপ, সাধারণত এই দুই শদ্বের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে বিনোদনের জগৎ ওরফে বলিউড (Bollywood)। সাধারণত লক্ষ্য করা যায় এই বলিউডের তারকারা তাদের মুক্তি পাওয়া একটি সিনেমার তুলনায় বিভিন্ন রকমের বিতর্কিত ঘটনার দরুন দর্শক মহল তথা নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। যাদের মধ্যে একজন অন্যতম প্রাণপুরুষ হিসেবে পরিচিত বলিউড পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)। বলিউডের এই জনপ্রিয় পরিচালক শুধু মাত্র তার পরিচালিত সিনেমার দরুন জনপ্রিয় নন।
পরিচালক জনসমক্ষে জনপ্রিয় তার নিজ বাস্তব জীবনে ঘটে যাওয়া একাধিক বিতর্কিত ঘটনার জন্য। আর এই বিতর্কের অন্যতম কারণ হল, অবৈধ সম্পর্কের জেরে বলিউডের এই নামজাদা পরিচালকের সঙ্গে বিনোদন জগতের একাধিক জনপ্রিয় অভিনেত্রীদের নাম জড়িয়েছে। যাদের মধ্যে একজন অন্যতম নাম হল অভিনেত্রী ‘পারভিন ববি’। জানা গিয়েছিল, বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন মহেশ ভাট (Mahesh Bhatt)। যদিও সেই সময় তিনি বিবাহিত ছিলেন। শোনা যায় তার প্রথম স্ত্রী-এর নাম কিরন ভাট। তাদের দুই সন্তানের নাম রাহুল ভাট এবং পূজা ভাট।
যদিও কোনও কারণ কিছু দিনের মধ্যেই পরিচালক মহেশ ভাটের সঙ্গে স্ত্রী কিরন ভাট-এর সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এমনকী বেশি দিন স্থায়ী করেননি পারভিন ববি এবং মহেশ ভাট এর সম্পর্কেরও। তবে এরই মধ্যে বিনোদন জগতে এক নতুন বিতর্কের দানা বাঁধে এই পরিচালকে কেন্দ্র করে। শোনা যায়, মহেশ ভাট (Mahesh Bhatt) তার মেয়ে পূজা ভাট (Pooja Bhatt)-এর সঙ্গে বিবাহের ইচ্ছে প্রকাশ করেছিলেন। বিস্তারিত ভাবে বলতে গেলে, এক প্রকাশ্য সাক্ষাৎকারে পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt) বলেছিলেন, ‘পূজা (Pooja Bhatt) যদি তার মেয়ে না হতেন তাহলে তিনি তার সঙ্গে বিয়ে করতেন।’ এমনকী শুধুমাত্র বক্তব্যই নয়, জনসমক্ষে প্রকাশিত হয় এই বাবা ও মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু বিষ্ফোরক ছবিও। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বলিউডের একাংশে। কিন্তু এই সবের মধ্যেই, জানা গিয়েছিল, পরিচালক তার মানসিক বিষন্নতা থেকে এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছিলেন।
তবে বর্তমানে পরিচালক মহেশ ভাট তার দ্বিতীয় স্ত্রী সনি রাজদানের সঙ্গে থাকছেন। তাদের দুই কন্যা সন্তানের নাম শাহীন ভাট এবং আলিয়া ভাট। বলিউডের এই জনপ্রিয় পরিচালক সিনেমা প্রেমিদের উদ্দেশ্যে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু কোনও মতেই তার পিছু ছাড়েনি বিতর্কের। একসময় বলিউডের নবাগতা অভিনেত্রী জিয়া খানের সঙ্গে পরিচালকের সম্পর্কের খবর সামনে এসেছিল। এমনকি খুব সম্প্রতি প্রয়াত তরুণ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর বান্ধবী রিয়া চক্রবর্তী-র সঙ্গেও মহেশ ভাটের সম্পর্কের খবর সামনে এসেছিল। যার দরুন ফের একাধিক বিতর্কের সূত্রপাত ঘটেছিল এই পরিচালকে কেন্দ্র করে।