রাহুল নয়, সন্দীপ্তার প্রেমিক অন্য কেউ! নিজের মুখেই ফাঁস করলেন তাঁর প্রেমের অজানা গল্প

অহেলিকা দও, কলকাতা : ব্যাক্তিগত জীবন সকলেরই আছে। কিন্তু এই ব্যাক্তিগত জীবনে বারংবার হস্তক্ষেপ করলে কেউই চুপ থাকতে পারে না। তেমনি পারেননি বাংলা বিনোদন জগতের এমনই এক সুন্দরী অভিনেত্রী সন্দীপ্তা সেন ( Sandipta Sen )। এতদিন শোনা যেত রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। এমনকী কেউ কেউ তো বলত, প্রিয়াঙ্কা আর রাহুলের ঘর ভেঙেছে সন্দীপ্তার কারণেই। এইসব না নিতে পেরে খানিক তিতিবিরক্ত হয়ে গিয়েছেন অভিনেত্রী।

২০০৮ সালে ১৪ বছর বয়সে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয় জগতে পা রাখলেও বর্তমানে ছোটো পর্দার বাইরে বিনোদন জগতের আরও দুই জনপ্রিয় মাধ্যম সিনেমা এবং ওয়েব সিরিজে দাপিয়ে অভিনয় করছেন সন্দীপ্তা ( Sandipta Sen )। সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও একটা সময় ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন দীর্ঘ দিনের জন্য।

sandipta sen

প্রেম করছেন কিনা, বিয়ে কবে করবেন এরকম নানা প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ( Sandipta Sen )। তাই এবার তিনি ঠিক করেছেন যা করবেন আনুষ্ঠানিকভাবে করবেন, জানিয়ে দিলেন টেলিভিশনের জনপ্রিয় ‘দুর্গা’। দীর্ঘ ৬ বছর ধরে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু সেখানে রাহুলের বদলে উঠে আসছে অন্য একটি নাম। কে সে?

সন্দীপ্তা ( Sandipta Sen ) সাফ জানালেন, তিনি প্রেম করছেন কি করছেন না, সেই খবর পেতে সবাইকে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তিনি নিজেই সবটা জানিয়ে দেবেন একেবারে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর কথায়, ‘আমার প্রেম নিয়ে লোকের চর্চার শেষ নেই। কেউ বলে আমি এর সঙ্গে প্রেম করছি, কেউ বলে ওর সঙ্গে। তাই ঠিক করেছি সকলের সামনে সবটা বলে দেব এরপর। যাতে জল্পনা বন্ধ হয়। প্রেম হল কি হল না সবাই শুরু হয়ে যায়, আর দুটো মানুষকেও তো একটু সময় দেওয়া উচিত। তাই এই ঘোষণা করার সিদ্ধান্ত।’

sandipta sen

তবে সূত্রে খবর, এক নামী ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসারের সঙ্গে প্রেম করছেন সন্দীপ্তা। সম্প্রতি ‘দ্য একেন’ সিরিজের সৃজনশীল প্রযোজনার দায়িত্বও তিনিই ( Sandipta Sen ) সামলেছেন। নাম সৌম্য মুখোপাধ্যায় ডাক নাম ঋভু। এই প্রযোজনা সংস্থার সঙ্গে সন্দীপ্তার বহু পুরোনো সম্পর্ক। দুর্গা সিরিয়ালটিও এই প্রযোজনা সংস্থার আওতায় তৈরি। দিনকয়েক আগে সৌম্যর সঙ্গে ফিলিপিন্সেও বেড়াতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল আরও কিছু বন্ধুরা। এই সম্পর্ক নিয়ে দারুন সিরিয়াস নায়িকা। এমনকি তৈরী হয়েছে তাদের বিয়ের গুঞ্জনও।




Leave a Reply

Back to top button