মঙ্গলের গোচরে কোন রাশির ঘুরবে ভাগ্যের চাকা! দেখে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ মঙ্গলবার, দিন শুরু করার আগে চিন্তায়রয়েছেন কার ভাগ্যে রয়েছে সফলতার যোগ, কার উপর পড়তে চলেছে কুদৃষ্টির প্রভাব, কোন জাতকের ঘুরতে চলেছে ভাগ্যের চাকা, কার কার হাতে শুধুই মরীচিকা। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ মঙ্গলবার (Tuesday), ২১ শে জুন (৬ ই আষাড়) ২০২২, দেখে নিন আপনার আজকের রাশিফল (Today’s Horoscope)।
• মেষ রাশি
মঙ্গলের গোচরে এই রাশি অন্তর্গত জাতকদের জীবনে দেখা দিতে পারে আমূল পরিবর্তন। জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে, মঙ্গলের প্রভাবে কিছু অশুভ সংকেত লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার জীবনের ছোট খাটো বিষয় নিয়ে বাড়তে পারে মানসিক অস্থিরতার। যাত্রায় বাঁধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যাত্রা সংগঠিত হলেও তা হবে সময় সাপেক্ষ্য। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে।
• সিংহ রাশি
আজ এই সিংহ রাশি অন্তর্গত জাতকদের জীবনেও লক্ষ্য করা গিয়েছে কিছু অসুভ যোগের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আজ এই রাশি অন্তর্গত ব্যক্তিদের সুস্বাস্থ্যের প্রতি নজর দেওয়া বিশেষ প্রয়োজন, অসুস্থতার যোগ রয়েছে। চলার পথে একাধিক বাঁধা সামনে আসতে আসতে পারে। ব্যবসায়ের দিক থেকে বুদ্ধি বিবেচনার সহিত কাজ করাই শ্রেয়। চাকরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে। পারিবারিক অশান্তির প্রভাব আপনার ব্যক্তিগত জীবনে এসে উপস্থিত হতে পারে। আর্থিক সংকটের দরুন সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। মাত্রাতিরিক্ত ক্ষোভের দরুন রক্ত চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
• কন্যা রাশি
মঙ্গলের গোচরে এই রাশি অন্তর্গত জাতকদের জীবনেও লক্ষ্য করা যাচ্ছে বৃহত্তর পরিবর্তনের। শাস্ত্র অনুসারে, আজ এই রাশি অন্তর্গত ব্যক্তিদের দাম্পত্য জীবনে পড়তে চলেছে বৃহত্তর প্রভাব। স্বামী স্ত্রী-এর সম্পর্কে দেখা দিতে পারে কলহ। কর্মক্ষেত্রে মধ্যমবর্গিয় ফলাফল দেখা যেতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা কম রয়েছে। প্রেম ঘটিত সম্পর্কে উন্নতির সম্ভাবনা রয়েছে। গুরুতর বিপদের দরুন কোনও তৃতীয় ব্যক্তির সাহায্য করতে হতে পারে।
• মীন রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকদের জীবনেও পড়তে চলেছে মঙ্গলের প্রভাব। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আজ এই রাশি অন্তর্গত ব্যক্তিদের সম্মুখীন হতে হবে কিছু আকস্মিক সমস্যার। ব্যক্তি বিশেষের স্বভাবে লক্ষ্য করা যেতে পারে উগ্রতা। দাম্পত্য জীবনে ছোট খাটো বিষয় নিয়ে বিবাদ দেখা দিতে পারে। ব্যবসায়ে মধ্যমবর্গিয় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।