যেন মাটির মানুষ! কোটি টাকা আয় করে নেই অহংকার, পথ শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নিলেন কার্তিক

বিনোদন জগতে কখনও কেউ পায় শ্রেষ্ঠত্বের শিরোপা তো কেউ হয় বদনামের ভাগীদার। আর সেলিব্রেটিদের জীবনে এই ওঠাপড়া তো আকছার ঘটে।বলিউডের রিসেন্ট হার্টথ্রব কার্তিককে ঘিরেও ওঠে নানা গুঞ্জন। তবে অভিনেতা একটু আলাদা ভাবে জবাব দিতে পছন্দ করেন। এবার কি করলেন অভিনেতা?
সম্প্রতি বক্সঅফিসে হইচই ফেলেছে কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘ভুলভুলাইয়া ২’। ১৭৫ কোটির ব্যবসা করেছে ছবিটি।তবে তারপর থেকেই মাটিতে নাকি পা পড়ছে না অভিনেতার! রাতারাতি পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া নিয়ে গুজব তৈরি হয় তার বিরুদ্ধে। যদিও গুজব উড়িয়ে দিয়েছিলেন কার্তিক নিজেই,পাল্টা জবাব দিতেই এবার কার্তিককে দেখা গেল অন্য ভূমিকায়।
View this post on Instagram
অভিনেতা কার্তিক আরিয়ান তার সাফল্যের আনন্দ ভাগ করে নিলেন দুঃস্থ শিশুদের সঙ্গে।এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় ১২০ টি অসহায় শিশুকে বিনামূল্যে সিনেমা দেখালেন কার্তিক আরিয়ান। পাপারাৎ্ জির ক্যামেরায় বন্দী হল সেইসব মুহূর্ত। সিনেমার সাথে সাথে খাওয়া দাওয়া আড্ডায় হুল্লোড়ে একটা সন্ধ্যা তারা কাটালো পছন্দের অভিনেতার সাথে। নিজের ভাবমূর্তি ঠিক রাখতে নিন্দুকদের গালে এভাবেই থাপ্পড় কষালেন অভিনেতা।কার্তিকের মানবিক মুখ ফ্যানমহলে আরো সমাদর বাড়িয়ে তুলল।