লাবণ্যময়ী সে! সৌন্দর্যে বলিউড নায়িকাদের টেক্কা দেবে কাটাপ্পা কন্যা, রইল ছবি

রাখী পোদ্দার, কলকাতা : একটা সময় ছিল যখন ফাটাফাটি অ্যাকশন আর দমদার ফাইট বলতে আমাদের মাথায় আসতো শুধুই বলিউডের নাম। তবে বর্তমানে সেই বাজি গেছে পাল্টে। বর্তমানে দক্ষিণী সিনেমার অসাধারণ স্ক্রিপ্ট আর তার সাথে মানানসই ফাইট বেশ কয়েক বছর ধরেই বেশ পছন্দ করছেন মানুষেরা। তেমনি একটি জনপ্রিয় দক্ষিণী সিনেমা হল ‘বাহুবলী’ ( Bahubali)। দক্ষিণী এই সিনেমা পেয়েছিল বহু মানুষের ভালোবাসা। সিনেমাটি রিলিজ করার পর বক্স অফিসে কামিয়েছিল কয়েকশো কোটি টাকা। পৃথিবী জুড়ে সিনেমার কাহিনী ছাড়াও প্রশংসা পেয়েছিল এই সিনেমার অভিনেতা অভিনেত্রীরা। বিশেষত বাহুবলী ছবিতে ‘কাটাপ্পা’ (Katappa) চরিত্রটি পরিণত হয়েছিল একটি আইকনিক চরিত্রে। কাটাপ্পা চরিত্রে অভিনয় করেছিলেন সত্যরাজ। বাহুবলীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেতা সত্যরাজ (Sathyaraj)।
তবে আজকের মূল বিষয় তিনি নন। আজকের মূল বিষয়বস্তু হল সত্যরাজ ওরফে কাটাপ্পার কন্যা দিব্যা ( Divya Sathyaraj)। কাটাপ্পার মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিচয়ের জন্য বিশেষ ভাবে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন কাটাপ্পার মেয়ে। বাহুবলী খ্যাত কাটাপ্পা ওরফে সত্যরাজের মেয়ের নাম দিব্যা সত্যরাজ। তিনি বাস্তব জীবনে গ্ল্যামার জগত থেকে অনেক দূরেই থাকেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরও ফ্যান ফলোইং কিন্তু কিছু কম নয়। তাঁকে দেখতে যেমন সুন্দর তেমনি তাঁর কর্ম। এমনকি তিনি অনেক তাবড় তাবড় বলিউড অভিনেত্রীকেও সৌন্দর্যের নিরিখে করে দিতে পারেন ক্লিন বোল্ড।
দিব্যা সত্যরাজ পেশায় একজন পুষ্টিবিদ এবং সমাজকর্মী। পাশাপাশি তিনি অনেক এনজিও চালায়। এখানে গরিব ছেলেমেয়েদেরকে ও অসহায় মহিলাদেরকে বিনামূল্যে খাওয়ানো হয়। যেখানে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ছেলে মেয়েদের মধ্যে বেশিরভাগই বাবা মায়ের মত বেছে নেয় অভিনয়, সেখানে দিব্যা ( Divya Sathyaraj) একেবারেই আলাদা। অভিনয়ের দিকে তাঁর বিশেষ কোনো ইন্টারেস্ট নেই। বরং সাধারণ মানুষের জন্য কাজ করতেই ভালোবাসেন তিনি। মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় সেটা নিয়েই কাজ করেন দিব্যা। মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়েছেন তিনি। এরপর ইউ এস এ ( USA) থেকে নিউট্রিশনের ওপর পড়াশোনা করেছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের অপুষ্টিতে শিকার বাচ্চাদের নিয়ে চিঠিও লিখেছেন দিব্যা।
View this post on Instagram
তবে এখানেই থেমে নেই তিনি। দেশের অপুষ্টিতে শিকার বাচ্চাদের নিয়ে শীঘ্রই একটি আস্ত ডকুমেন্টরি ছবি তৈরী করতে চলেছেন দিব্যা। তাঁর মতে সুস্বাস্থ্যের সূত্রপাত হয় সঠিক পুষ্টিগুণ যুক্ত খাওয়া দাওয়া থেকেই। তাই খাবার যদি ঠিক মত খাওয়া যায় তাহলেই স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব। তাঁর এই কাজ মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছিল ইউ এস এ ( USA)এর একটি ফার্মা কোম্পানির। যে কারণে প্রাণনাশেরও হুমকি পেয়েছিলেন তিনি। নিজের মেয়ের এই কাজের জন্য বাবা হিসাবে গর্ব অনুভব করেন অভিনেতা সত্যরাজ।