ফের তপ্ত টেলিপাড়া! রহস্যময় ভাবে মৃত্যু আরেক জনপ্রিয় মডেল অভিনেত্রীর, নেপথ্যে কি সেই পরকীয়া?

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছুদিন যাবত বিনোদন জগৎ এক অদ্ভুত বিষন্নতার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। যার অন্যতম কারণ হল বিনোদন জগতের তরুণ অভিনেতা এবং অভিনেত্রীদের রহস্যময় মৃত্যুর ঘটনা। আর এর সূত্রপাত ঘটেছিল বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা ‘সুশান্ত সিং রাজপুত’ এর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে। মুম্বাইয়ের এক আবাসন থেকে উদ্ধার করা হয়েছিল অভিনেতার ঝুলন্ত মৃত দেহ। এর বেশ কিছু দিন পর একই কায়দায় আত্মঘাতী হতে দেখা গিয়েছে টলিউডের তরুণ অভিনেত্রী ‘পল্লবী দে’ এবং ‘বিদিশা দে’-কেও।

যার জেরে বিভিন্ন মহলে বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিনোদন জগতকে। তবে এই বার এই তালিকায় সংযোজিত হল ওড়িয়া টেলিভিশন জগৎ-ও। রহস্যময় মৃত্যু ঘটল ওড়িয়া টেলিভিশন জগতের একজন বিশিষ্ট জনপ্রিয় অভিনেত্রী রেশমিরেখা ওঝা-র (Reshmirekha Ojha)। জানা গিয়েছে, পুলিশ ওড়িয়া টেলিভিশন জগতের এই অভিনেত্রীর (Odia Television Actress) নিথর দেহ উদ্ধার করা হয়েছে ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকার এক আবাসন থেকে। সুত্র অনুযায়ী, প্রয়াত অভিনেত্রী তার লিভ ইন পার্টনার সন্তোষ পাত্র (Santosh Patra)-এর সঙ্গে ওই আবাসনে থাকতেন।

21c21

অভিনেত্রীর মৃত দেহ উদ্ধার করার পর ইতিমধ্যেই পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই জুন ২৩ বছর বয়সী এই ওড়িয়া টেলিভিশন অভিনেত্রীর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। অভিনেত্রী রেশমিরেখা ওঝা (Reshmi Rekha)-এর দেহর কাছেই মিলেছে একটি সুইসাইড নোট। যাতে অভিনেত্রী দাবী করেছেন, ‘তার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নন।’ যদিও পুলিশ প্রশাসন অভিনেত্রীর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

21c22

তবে অভিনেত্রীর প্রয়াণের ঘটনা সামনে আসার পর চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন অভিনেত্রী রেশমিরেখা ওঝা (Reshmirekha Ojha)-এর বাবা। তার বক্তব্য, অভিনেত্রী রেশমিরেখা-এর মৃত্যুর জন্য দায়ী তার লিভ ইন পার্টনার সন্তোষ পাত্র (Santosh Patra)। অভিনেত্রীর বাবা মতামত অনুযায়ী, ‘ঘটনার দিন অর্থাৎ শনিবার, পরিবারের সদস্যদের তরফ থেকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অভিনেত্রী রেশমিরেখা ফোন ধরেননি। শেষে ওই আবাসনের মালিকের থেকে অভিনেত্রীর মৃত্যু সংবাদ এসে পৌছায়।’ অভিনেত্রী রেশমিরেখা ওঝা (Reshmirekha Ojha) ওড়িয়া টেলিভিশন জগতের একজন বেশ পরিচিত অভিনেত্রী ছিলেন। তার অভিনিত জনপ্রিয় টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’- এর সুবাদে জনসমক্ষে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু এই বিপুল জনপ্রিয়তা থাকা সত্তেও কিভাবে এই ঘটনা ঘটালেন অভিনেত্রী তা নিয়ে সব মহলেই উঠতে শুরু করেছে প্রশ্ন।




Leave a Reply

Back to top button