প্রেমের জোয়ারে ভেসেছে শান্টুপূর্ণা! এক নতুন রুপে দর্শকদের ধরা দিতে চলেছেন পর্দার দম্পতি

মন্টি শীল, কলকাতা : খুনসুটি এবং তার সঙ্গে প্রেম, বাংলা ধারাবাহিক এর সফলতার নেপথ্যে এই দুই অঙ্গ হল অন্যতম গুরুত্বপূর্ণ। যাকে এগিয়ে নিয়ে গিয়েছে ‘খেলাঘর’ ( Khelghor ) ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র শান্টু-পূর্ণা ওরফে অভিনেতা সৈয়দ আরেফিন ( Syed Arefin ) এবং অভিনেত্রী সুকৃতি মজুমদার ( Swikriti Majumdar )। স্টার জলসার ( Star Jalsha ) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক টেলিভিশন দর্শকদের কাছে বিশেষ ভাবে জনপ্রিয়। যার অন্যতম কারণ এই দুই তারকা যুগল এবং তাদের অসাধারণ কেমিস্ট্রি।

ধারাবাহিকের গল্প অনুসারে দেখা গিয়েছে, অভিনেত্রী সুকৃতি মজুমদার ( Swikriti Majumdar ) ওরফে পূর্ণা একজন খুব ধনী পরিবারের মেয়ে। অপরদিকে শান্টু ওরফে অভিনেতা সৈয়দ আরেফিন ( Syed Arefin ) একজন খুব শিক্ষিত যুবক। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে গিয়ে শান্টু একজন গুন্ডা হিসেবে জনসমক্ষে নিজের পরিচিতি অর্জন করেছিলেন। তবে ধারাবাহিকের মূখ্য চরিত্র অর্থাৎ পূর্ণা কিভাবে হাজারো প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁর ভালোবাসার দরুন শান্টু-কে ফের কিভাবে ফের একবার সঠিক পথে পরিচালিত করছেন সেই চিত্রটিই এই ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়েছে।

21c62

এই আলোচিত ধারাবাহিকের গল্পে দুই মুখ্য চরিত্রের অসাধারণ কেমিস্ট্রির সঙ্গে সঙ্গে, শান্টু-পূর্ণার খুনসুটি, রোম্যান্স, কমেডি দর্শকদের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছিল। এমনকি স্টার জলসা ( Star Jalsha ) এই জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ ( Khelaghor) এর জনপ্রিয়তা একদা এমন একটি জায়গায় পৌছে গিয়েছিল যে, সাপ্তাহিক টিআরপি তালিকাতেও মিঠাই এবং গাঁটছড়া এর মতো সুপারহিট ধারাবাহিকেও পরাস্ত করে শীর্ষ স্থান অর্জন করেছিল ‘খেলাঘর’ ( Khelaghor )। তবে এতো গেল ধারাবাহিকের প্রসঙ্গ। সম্প্রতি এই জনপ্রিয় টেলিভিশন জুটি দর্শকদের জন্য এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে। যাকে কেন্দ্র করে রীতিমতো উম্মাদনা দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে।


কিন্তু কি সেই চমক? সম্প্রতি নেট মাধ্যম অর্থাৎ ইউটিউব ( YouTube )-এ একটি মিউজিক ভিডিও ভীষণ রকম ভাবে ভাইরাল হয়েছে। যাতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে এই ‘খেলাঘর’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি শান্টু-পূর্ণা ওরফে অভিনেতা সৈয়দ আরেফিন ( Syed Arefin ) এবং অভিনেত্রী সুকৃতি মজুমদার ( Swikriti Majumdar )-কে। নেট মাধ্যমে ভাইরাল হওয়া গানটির নাম ‘তোমায় ছুঁতে চাই।’ নেট দুনিয়াতে এই ভিডিও আপলোড হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিও গানটিতে ধারাবাহিকের শান্টু-পূর্ণা জুটিকে ভীষণ ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে। যা দেখার পর নেটিজেনদের মতে, নতুন রূপে নতুন ভাবনা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন শান্টু-পূর্ণা।




Leave a Reply

Back to top button