পুষ্পারাজকে বিদায় ‘শ্রীভল্লি’র! ভালবাসার একমাত্র মানুষকে হারাবেন পুষ্পা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগৎকে কেন্দ্র করে দর্শক মহলে এক অদ্ভুত উম্মাদনা নজরে এসেছিল। যার অন্যতম কারণ হল দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্যা রাইজ’ ( Pushpa: The Rise )। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ( Allu Arjun ) এবং অভিনেত্রী রাশমিকা মান্দানা ( Rashmika Mandanna ) দ্বারা অভিনিত সিনেমা পুষ্পা:দ্য রাইজ সমগ্র বিশ্ব জুড়ে ইতিমধ্যেই ৩৬৫ কোটি টাকা ব্যবসা করে নিয়েছে। তবে শোনা গিয়েছে, এই জনপ্রিয় সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে খুব শীঘ্রই দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘পুষ্পা টু: দ্য রুল’ ( Pushpa 2: The Rule ) বড় পর্দায় আসতে চলেছে।
যার বাজেট খুব সম্ভবত মোট ৪০০ কোটি টাকা। শোনা গিয়েছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক সুকুমার ইতিমধ্যেই এই সিনেমা তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গত বছর ডিসেম্বর মাসে পুষ্পা: দ্য রাইজ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে বিপুল সফলতা অর্জন করেছিল। কিন্তু তাঁর পরেই সমগ্র দর্শক মহল এই সিনেমার দ্বিতীয়ার্ধের জন্য একেবারে মুকিয়ে বসে রয়েছেন। তবে হয়তো খুব শীঘ্রই সিনেমা প্রেমিদের এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ শোনা গিয়েছে, আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকেই এই বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু:দ্য রুল’ ( Pushpa 2: The Rule )-এর শ্যুটিং শুরু হতে চলেছে।
কিন্তু এত বড় সুখবরের মধ্যে এক নতুন তথ্য প্রকাশ্যে এল, যা শোনার পর রীতিমতো মর্মাহত হয়েছেন পুষ্পা রাজ-এর ‘শ্রীভাল্লী’ ওরফে রাশমিকা মান্দানা ( Rashmika Mandanna )-এর অনুরাগী মহল। জানা গিয়েছে, এখনো পর্যন্ত মুক্তি পাওয়া সমস্ত দক্ষিণী সিনেমার রেকর্ডকে ছাপিয়ে যেতে পরিচালক সুকুমার এই সিনেমাতে এক বিরাট চমক দিতে চলেছেন। সূত্র অনুসারে, সিনেমার দ্বিতীয়ার্ধে পুষ্পা-এর কোনও এক শত্রু ‘শ্রীভাল্লী’-কে খুন করে হত্যা করবেন। আর সম্ভবত এই দৃশ্য দেখতে পাওয়া যেতে পারে ‘পুষ্পা টু: দ্য রুল’ ( Pushpa 2: The Rule )-এর শুরুর দিকে।
সিনেমার পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ‘পুষ্পা : দ্য রাইজ’ এর সফলতা কে কাজে লাগাতে চান সিনেমার পরিচালক। আর তাই এক বৃহৎ গল্পের ঝুলি নিয়ে বড়পর্দায় পুষ্পা রাজকে সাজিয়ে তুলতে চাইছেন পরিচালক সুকুমার। যদিও জানা গিয়েছে, সেই পরিকল্পনা অনুসারে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন সিনেমার পরিচালক। তবে ‘শ্রীভাল্লী’-র হত্যার ঘটনা সামনে আসার পর দর্শক মহল কিছুটা মর্মাহত হলেও। বড়পর্দায় ফের এক দক্ষিণী ব্লকবাস্টার সিনেমা আসতে চলেছে শুনে রীতিমতো উৎসাহিত সিনেমা প্রেমিরা।