“বয়সে বড় হলেই প্রেমের মজা!” নিজের সুপুরষ জীবনসঙ্গীকে নিয়ে এমনটাই ভাবনা শ্রীময়ীর

এককালের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক, আজ অভিনয় জগতের বাইরে বেরিয়ে লোকমুখে বেশি পরিচিত তাঁর নতুন সম্পর্কের জন্য। নিজের বছর বছরের সম্পর্ককে ছেড়ে আপাতত নতুন মানুষে মন মজেছে অভিনেতার। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আপাতত শ্রীময়ী মন গিয়েছে পশ্চিমবঙ্গের বিধায়ক অভিনেতার। সম্প্রতি বিধায়ক পদে বসেই জীবন বদলেছে অভিনেতার। পিঙ্কির ( Pinki Banerjee ) সঙ্গে সম্পর্ক থাকাকালীনই ঘনিষ্ঠতা বাড়ে শ্রীময়ীর সঙ্গে। 

আর সেখান থেকেই ঝঞ্জার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ভিডিও। কাঞ্চনের বিরুদ্ধে একাধিক  অভিযোগ আনেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। স্বামীর এই সকল পরিবর্তন মানুষের সামনে তোলা থেকে বিরত হন না অভিনেত্রী তথা কাঞ্চন স্ত্রী। সম্প্রতি, তাঁর সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না বলে পিঙ্কির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে দারস্থ হন বিধায়ক-অভিনেতা। কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখনও জলঘোলা শহরবাসীর কাছে। দু’জনেই ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। 

kanchan and sreemoyee (1)

তবে সময়ের হাত ধরেই বিতর্ক এখন অনেকটাই স্থিতিশীল। কেটে গিয়েছে একটা গোটা বছর। মানুষও বিশেষ গুরুত্ব দেয় না সেদিকে। পাশাপাশি, এখন অধিকাংশ সময় শ্রীময়ীর সঙ্গেই কাঞ্চন ( Kanchan-Sreemoyee ) দেখা যায়। সম্প্রতি অভিনেতার জন্মদিনে একই রকমের পোশাকে দেখা যায় শ্রীময়ী ও কাঞ্চনকে। দু’জনে সম্পর্কের বিষয়ে কোনও রকম মুখ না খুললেও। তাঁদের ঘিরে যে একাধিক জল্পনা-কল্পনা দানা বাঁধে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু একটি বিষয় খোঁচা দেয় আজও, কেমন পুরুষ পছন্দ করেন শ্রীময়ী? এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে পিছপা না হয়ে নিজের মুখেই স্বীকার করেন স্বপ্নের পুরুষের কথা। এদিন তিনি জানান, “সমবয়সী কেউ নয়! পছন্দ নিজের থেকে বয়সে বড় কাউকে।” নিজের বয়সের তুলনায় বড় কাউকেই নিজের স্বপ্নের পুরুষ হিসাবে বেছে নিতে চান শ্রীময়ী। তাঁর এই মন্তব্য বেশ শোরগোল জুড়েছে নেটমাধ্যমে। তাঁর মনের এই ইচ্ছার কথা তিনি প্রকাশ করেন দিদি নং ১-এর মঞ্চে দাঁড়িয়ে। 

প্রসঙ্গত, শ্রীময়ীর প্রথম ধারাবাহিক কৃষ্ণকলী চলাকালীন দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজের এই সুপ্ত বাসনার কথা শিকার করেছিলেন তিনি। সর্বসম্মুখে জানিয়েছিলেন নিজের মনের বাসনার কথা। আর তারপরই যেন আমূল পরিবর্তন ঘটে অভিনেত্রীর জীবনে। ঘনিষ্ঠতা বাড়ে রাজ্যের বিধায়ক অভিনেত্রী কাঞ্চন মল্লিকের সঙ্গে। এদিক থেকে দেখতে গেলে, কাঞ্চন মল্লিক শ্রীময়ীর তুলনায় বয়সে বেশ বড়ই। তাছাড়াও, অভিনেত্রী নিজের মুখেই কাঞ্চনকে তাঁর জীবনের গাইড, দর্শনমার্গকারী হিসাবে সকলের সামনে তুলে ধরেন।




Leave a Reply

Back to top button